ইউটিউবের নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত নিল মোহন, তাঁর পরিচয় কী জানেন?

মাইক্রোসফটে সত্য নাদেলা, অ্যাডোবিতে শান্তনু নারায়ণ এবং গুগল অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই এর পর ইউটিউবের সিইও পদেও এবার ভারতীয় বংশোদ্ভূত। বিশ্বের বৃহত্তম এবং বহুল ব্যবহৃত ভিডিও স্ট্রিমিং সংস্থা ইউটিউবের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন সুজ়ান ওয়োজ়সিকি। তাঁর জায়গায় নতুন সিইও হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নিল মোহন। বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে এ কথা জানান সুজ়ান। কে এই নিল মোহন? কী তাঁর পরিচয়?

আরও পড়ুন:গুগল, টুইটারের পর এবার কর্মী ছাঁটায়ের পথে ইয়াহু

নতুন সিইও নিল মোহন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার। ২০০৮ সালে তিনি গুগলে যোগ দেন। ২০১৫ সালে তিনি মুখ্য পণ্য কর্মকর্তা হন। তার আগে নিল কাজ করতেন মাইক্রোসফটে। এ ছাড়া বহু নামী সংস্থায় বোর্ড সদস্যও ছিলেন তিনি। ইউটিউব মিউজিক, ইউটিউব শর্টস, ইউটিউব টিভি এবং ইউটিউব প্রিমিয়াম তাঁরই ভাবনা।

দায়িত্ব নেওয়ার পরে নিল বলেন, ইউটিউবকে ব্যবহার করে রেকর্ড আয় করছেন ভারতীয় ইউটিউবাররা। ইউটিউব শুধু যে ‘ক্রিয়েটার’ বা যাঁরা ইউটিউবের জন্য ভিডিও বানান, তাঁদেরই দর্শককুল তৈরি করে দিচ্ছে তাই নয়, একই সঙ্গে এর মাধ্যমে বৃহৎ অর্থনৈতিক সুযোগও তৈরি হচ্ছে। যে সুযোগের উপর ভিত্তি করে গড়ে উঠছে ব্যবসা। ইউটিউবের মতো মাধ্যমকে ব্যবহার করে সেই ব্যবসা ছড়িয়ে পড়ছে লক্ষ কোটি মানুষের মধ্যে। ভবিষ্যতে ইউটিউবকে আরও বৃহত্তর মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা হবে।