বরকে ‘ভাই’ বলে ডাকতেন স্বরা?ভাইরাল দু’জনের কথোপকথন

রাজনীতির ময়দানেই প্রেম। তারপর পরিবার, পরিজনকে সাক্ষী রেখে আইনি বিয়ে করে রীতিমত সবাইকে চমকে দিয়েছেন স্বরা ভাস্কর। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। স্বরা-ফাহাদের রসায়ন নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। তাঁদের বিয়ের পর পুরনো একটা টুইট ঘুরছে সমাজমাধ্যমে।যেখানে ফাহাদের ভাই বলে সম্বোধন করেছেন স্বরা। যা নিয়ে রসিক মন্তব্য করে চলেছেন নেটাগরিকরা।

আরও পড়ুন:Entertainment : টলিউড পরিচালকের মোবাইলে ‘বারাণসী জংশন’ ! বাংলায় আসছে রোমহ**র্ষক থ্রিলার

গত ২ ফেব্রুয়ারি ফাহাদের জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছিলেন স্বরা। লিখেছিলেন, “শুভ জন্মদিন ফাহাদ মিয়া। কামনা করি ভাইয়ের আত্মবিশ্বাস অটুট থাকুক। আনন্দে থেকো, থিতু হয়ো, বয়স বাড়ছে, এ বার একটা বিয়ে করে নাও। বছরও দারুণ কাটুক।”


জবাবে ফাহাদও ধন্যবাদ জানিয়ে বলেন, “তোমার ভাইয়ের আত্মবিশ্বাস ধ্বজা ওড়াচ্ছে। ঠিক তো রাখতেই হবে সব। আর হ্যাঁ, তুমি কথা দিয়েছিলে, আমার বিয়েতে আসবে! সময় বার করো, আমি কিন্তু পাত্রী খুঁজে পেয়েছি!”
স্বরা-ফাহাদের এই কথোপকথন ঘিরে এখন সরগরম সোশ্যাল মিডিয়া।বিয়ের আগে কাকপক্ষীও টের পায়নি তাঁদের দু’জনের প্রেম।কিন্তু কাই বলে বিয়ের দিন কয়েক আগেও হবু বরকে ‘ভাই’ বলে সম্বোধন?

বৃহস্পতিবার আইনি বিয়ের ভিডিয়ো সকলের সঙ্গে ভাগ করে নিয়ে ‘তনু ওয়েড্‌স মনু’র অভিনেত্রী লেখেন, “অনেক সময় আমরা এমন কিছু খুঁজি যা চোখের সামনেই থাকে, কিন্তু আমরা দূরে খুঁজতে থাকি। আমরা ভালবাসা খুঁজছিলাম। কিন্তু খুঁজে পেলাম বন্ধুত্ব। তার পর একে অপরকে খুঁজে পেলাম। আমার মনে তোমাকে স্বাগত ফাহাদ। এখানে অনেক শোরগোল, কিন্তু এই মন তোমার।”
স্বরা-ফাহাদের বিয়ের খবরে উচ্ছ্বসিত ভক্তেরা। উচ্ছ্বসিত সমাজকর্মী থেকে রাজনৈতিক মহল। কারণ নবদম্পতির সঙ্গে কোথাও না কোথাও যোগ রয়েছে এঁদের সকলের।