Wednesday, December 17, 2025

ভারতের ‘অবিচ্ছেদ্য’ অংশ অরুণাচল! নয়াদিল্লিকে ‘স্বস্তি’ দিয়ে চিনকে কড়া বার্তা আমেরিকার

Date:

Share post:

অরুনাচল প্রদেশ (Arunachal Pradesh) ভারতেরই (India) এক এবং অবিচ্ছেদ্য অংশ। শনিবার এই মর্মেই আমেরিকান কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে (US Senate) পাশ হয়েছে প্রস্তাব। আর এই ঘটনার জেরেই ক্রমশ বাড়ছে চিন (China) ও আমেরিকার (America) দ্বৈরথ। তবে সম্প্রতি চিন যেভাবে আগ্রাসন দেখাচ্ছে তার নিন্দায় সরব বিশ্ব। কূটনীতিকদের মতে, এমন পরিস্থিতিতে এই বিল বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে এই প্রস্তাবে নিঃসন্দেহে বেশ স্বস্তিতে ভারত।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সীমান্তে চিনা ফৌজের (China Army) সঙ্গে জোর টক্কর চলছে ভারতীয় সেনার (Indian Army)। বারবার চিনা আগ্রাসন নিয়ে কূটনৈতিক মহলে সরব হয়েছে ভারত। আর এমন পরিস্থিতিতে মার্কিন সেনেটের এই প্রস্তাব যে নয়াদিল্লিকে যে অনেকটাই অক্সিজেন দিল তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আমেরিকার আকাশে চিনা বেলুনের অনুপ্রবেশ নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে দু’দেশের মধ্যে চরম টানাপড়েন চলছে। এরই মধ্যে আমেরিকার সেনেটের এই প্রস্তাবের কড়া সমালোচনা করা হয়েছে। চিনের কড়া সমালোচনা করে আমেরিকান সেনেট জানিয়েছে, অরুণাচল প্রদেশে চিন ভারতকে উত্যক্ত করে। চিনের উস্কানি রুখতে ভারতের নেওয়া পদক্ষেপ এবং এই এলাকায় ভারত যেভাবে নিজেদের ভূখণ্ড রক্ষা করছে, তার প্রশংসাও করা হয়েছে সেনেটের এই প্রস্তাবে।

দেশের পূর্ব সীমান্তে অরুণাচল এবং পশ্চিম সীমান্তে লাদাখ (Ladakh)-সহ সীমান্তের বিভিন্ন এলাকায় নিজেদের উপস্থিতি বাড়িয়েছে চিনা সেনা। গত কয়েক বছরে বেশ কয়েক বার উত্তেজনা সৃষ্টি হয়েছে ডোকলাম, প্যাংগং হ্রদ ও তাওয়াংয়ে। দিন দু’য়েক আগেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-তিব্বত সীমান্ত পুলিশের আরও ন’হাজার আধাসেনা মোতায়েনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে আমেরিকান সেনেটের এই প্রস্তাব সীমান্ত নিয়ে চিনের সঙ্গে টক্করে ভারতের অবস্থান দৃঢ় করবে বলেই মত কূটনীতিকদের।

 

 

spot_img

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...