Thursday, August 28, 2025

আসানসোল গু*লিকাণ্ডের তদন্তে সিআইডি, হোটেলে পৌঁছল তদন্তকারী দল

Date:

পুলিশ লাইনের পাশেই হোটেলে ঢুকে হোটেল মালিককে খুনের ঘটনার ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনপ অধরা দুষ্কৃতীরা(Anti Social)। আসানসোলের এই খুনের ঘটনার তদন্তভার এবার কাঁধে নিল সিআইডি(CID)। শনিবার এই ঘটনার তদন্তে নেমে আসানসোলের(Assansol) মিরা হোটেলে আসেন তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খুনের পর ঝাড়খণ্ডে(Jharkhand) পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

শুক্রবার সন্ধ্যায় আসানসোলের জনবহুল এলাকায় এক হোটেলে ঢুকে মালিককে গুলি করে খুন করে দুই দুষ্কৃতী। পেশায় ব্যবসায়ী এই মৃত ব্যক্তির নাম অরবিন্দ ভগৎ। পরপর চারটি গুলি করে হত্যা করা হয় তাঁকে। যেখানে এই হত্যা ঘটনা ঘটে সেখান থেকে আনুমানিক ১০০ মিটার দূরত্বে রয়েছে পুলিশ ফাঁড়ি এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি। এমন একটি জায়গায় এমন খুনের ‌ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। অবশেষে এই হত্যার তদন্ত কাঁধে নিল সিআইডি।

এই ঘটনার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিজের হোটেলেই রিসেপশনের সামনে বসেছিলেন অরবিন্দবাবু। হঠাৎ দুই দুষ্কৃতী সেখানে ঢুকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তার জেরে ঝাঁঝরা হয়ে যায় হোটেল মালিকের শরীর। তাঁর পেটে দু’টি, বুকে ও কাঁধে একটি করে বুলেটের ক্ষত পাওয়া গিয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যে হোটেল মালিককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পরিষ্কার। যদিও শেষমেশ তাঁকে বাঁচানো যায়নি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুষ্কৃতীর মধ্যে একজন হেলমেট পরে ছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোন সময়ে অরবিন্দবাবু হোটেলের রিসেপশনের সামনে বসে থাকেন, সেটা তারা জানত। একাধিকবার ঘটনাস্থলে রেইকিও করে গিয়েছে দুষ্কৃতীরা। তাই রীতিমতো আটঘাঁট বেঁধে হোটেলে আসে দুষ্কৃতীরা। শনিবার এই ঘটনার তদন্তে নামল সিআইডি।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version