Wednesday, November 5, 2025

ঘরের মাঠে স্বপ্নভঙ্গ বাংলার, রঞ্জি ট্রফি চ‍্যাম্পিয়ন সৌরাষ্ট্র

Date:

ঘরের মাঠে স্বপ্নভঙ্গ। ৩৩ বছরের খরা কাটলো না। রঞ্জি ট্রফি চ‍্যাম্পিয়ন সৌরাষ্ট্র। ইডেনে বাংলাকে ৯ উইকেটে হারাল জয়দেব উনাদকাটরা। বদলা হলোনা। এই নিয়ে ফাইনালে দু’বার সৌরাষ্ট্রের কাছে হারল বঙ্গ ব্রিগেড। প্রথমবার সৌরাষ্ট্রের ঘরের মাঠে। আর এবার নিজেদের ঘরের মাঠে।

 

রঞ্জি ফাইনালে এবার ঘরের মাঠেও বিপুল চাপে ছিল বাংলা শিবির। প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানেই অলআউট হয়েছিল বঙ্গ ব্রিগেড। জবাবে সৌরাষ্ট্র প্রথম ইনিংসে করে ৪০৪ রান। তৃতীয় দিনের শেষে বাংলার দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ১৬৯-৪। অনুষ্টুপ-মনোজ ৯৯ রান যোগ করে। যদিও অনুষ্টুপ আউট হয়ে ফেরেন ৬১ রানে। রবিবার মাত্র দেড়ঘন্টায় শেষ হয়ে গেল বাংলার দ্বিতীয় ইনিংস। অধিনায়ক মনোজ তিওয়ারির সঙ্গে ক্রিজে ছিলেন শাহবাজ আহমেদ। চতুর্থ দিনে বড় পার্টনারশিপের আশায় ছিল বাংলা। কিন্তু এদিন শুরুতেই অধিনায়ক মনোজ তিওয়ারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে মাত্র ২৭ রানে আউট হন শাহবাজ। বাংলার আশা একেবারে তখন শেষের দিকে। তখন অধিনায়ক মনোজ কিছুটা লড়াই করেন। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না তিনি। ৬৮ রানে আউট হন মনোজ। এরপর কোন রকমে শেষ উইকেটে ঈশান পড়েল ও মুকেশ কুমার কিছুটা রান করেন। তাদের রানে ভর করে এক ইনিংসে হারের লজ্জার হাত থেকে বাঁচে বাংলা। শেষমেশ সৌরাষ্ট্রকে মাত্র ১১ রানের লিড দেয় বাংলা। মনোজদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৪১ রানে।

জবাবে ১২ রানের লক্ষ‍্য নিয়ে খেলতে নেমে সহজেই জয় তুলে নেয় সৌরাষ্ট্র। অবশ্য শুরুতেই আকাশ দীপের বলে সাজঘরে ফেরেন ঘোলি। এরপর খুব সহজেই জয় তুলে নিল সৌরাষ্ট্র। আর এই জয়ের ফলে ২০১৯-২০ পর ফের একবার রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র।

আরও পড়ুন:কেরলকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত, বাগান কোচের এবার লক্ষ্য ডার্বি

 

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...
Exit mobile version