Saturday, August 23, 2025

ঘরের মাঠে স্বপ্নভঙ্গ বাংলার, রঞ্জি ট্রফি চ‍্যাম্পিয়ন সৌরাষ্ট্র

Date:

ঘরের মাঠে স্বপ্নভঙ্গ। ৩৩ বছরের খরা কাটলো না। রঞ্জি ট্রফি চ‍্যাম্পিয়ন সৌরাষ্ট্র। ইডেনে বাংলাকে ৯ উইকেটে হারাল জয়দেব উনাদকাটরা। বদলা হলোনা। এই নিয়ে ফাইনালে দু’বার সৌরাষ্ট্রের কাছে হারল বঙ্গ ব্রিগেড। প্রথমবার সৌরাষ্ট্রের ঘরের মাঠে। আর এবার নিজেদের ঘরের মাঠে।

 

রঞ্জি ফাইনালে এবার ঘরের মাঠেও বিপুল চাপে ছিল বাংলা শিবির। প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানেই অলআউট হয়েছিল বঙ্গ ব্রিগেড। জবাবে সৌরাষ্ট্র প্রথম ইনিংসে করে ৪০৪ রান। তৃতীয় দিনের শেষে বাংলার দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ১৬৯-৪। অনুষ্টুপ-মনোজ ৯৯ রান যোগ করে। যদিও অনুষ্টুপ আউট হয়ে ফেরেন ৬১ রানে। রবিবার মাত্র দেড়ঘন্টায় শেষ হয়ে গেল বাংলার দ্বিতীয় ইনিংস। অধিনায়ক মনোজ তিওয়ারির সঙ্গে ক্রিজে ছিলেন শাহবাজ আহমেদ। চতুর্থ দিনে বড় পার্টনারশিপের আশায় ছিল বাংলা। কিন্তু এদিন শুরুতেই অধিনায়ক মনোজ তিওয়ারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে মাত্র ২৭ রানে আউট হন শাহবাজ। বাংলার আশা একেবারে তখন শেষের দিকে। তখন অধিনায়ক মনোজ কিছুটা লড়াই করেন। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না তিনি। ৬৮ রানে আউট হন মনোজ। এরপর কোন রকমে শেষ উইকেটে ঈশান পড়েল ও মুকেশ কুমার কিছুটা রান করেন। তাদের রানে ভর করে এক ইনিংসে হারের লজ্জার হাত থেকে বাঁচে বাংলা। শেষমেশ সৌরাষ্ট্রকে মাত্র ১১ রানের লিড দেয় বাংলা। মনোজদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৪১ রানে।

জবাবে ১২ রানের লক্ষ‍্য নিয়ে খেলতে নেমে সহজেই জয় তুলে নেয় সৌরাষ্ট্র। অবশ্য শুরুতেই আকাশ দীপের বলে সাজঘরে ফেরেন ঘোলি। এরপর খুব সহজেই জয় তুলে নিল সৌরাষ্ট্র। আর এই জয়ের ফলে ২০১৯-২০ পর ফের একবার রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র।

আরও পড়ুন:কেরলকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত, বাগান কোচের এবার লক্ষ্য ডার্বি

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version