কেরলকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত, বাগান কোচের এবার লক্ষ্য ডার্বি

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জুয়ান বলেন," এবার আমরা ডার্বি নিয়ে ভাবব। তবে আমাদের কোনও চাপ নেই। আমরা পেশাদার।

ঘরে মাঠে জয়ে ফেরে এটিকে মোহনবাগান। শনিবার কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারায় জুয়ান ফেরান্দোর দল। বাগানের হয়ে জোড়া গোল কার্ল ম‍্যাকহিউর। চোট সারিয়ে মাঠে ফিরেই জোড় গোল করলেন তিনি। এই জয়ের ফলে প্লে অফের রাস্তাও পাকা করে নেয় বাগান ব্রিগেড। আর এই জয়ে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন, এই জয় আসন্ন ডার্বিতে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জুয়ান বলেন,” এবার আমরা ডার্বি নিয়ে ভাবব। তবে আমাদের কোনও চাপ নেই। আমরা পেশাদার। আমরা ভাল খেললে এরকম খুশি হওয়ার মতো ফলই হবে। পরের ম্যাচে আমরা তিন নম্বরে ওঠার সুযোগ পাব। আশা করি, দলের ছেলেরা এই কথা মাথায় রেখেই এই ম্যাচে নামবে। ডার্বি বলে আলাদা করে না ভাবাই ভাল। জানি, কলকাতায় ডার্বিতে অসাধারণ একটা পরিবেশ তৈরি হয় স্টেডিয়ামে। এই পরিবেশটা হয়তো আমাদের শেষ ম্যাচ থেকেও তিন পয়েন্ট পেতে সাহায্য করবে। আমাদের এখনও তিন পয়েন্ট অবশ্যই দরকার।”

কেরলের বিরুদ্ধে হলুদ কার্ড দেখেন অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডান হ্যামিল। যার ফলে ডার্বিতে পাওয়া যাবে না তাকে। যদিও এই নিয়ে ভাবতে রাজি নন বাগান কোচ। এই নিয়ে তিনি বলেন, “আমাদের পরিকল্পনা রয়েছে, ফুটবলার রয়েছে। তাই কেউ কার্ড সমস্যায় পড়লে বা কারও চোট হলে, তার বিকল্প আমাদের দলে থাকে। ব্রেন্ডান ভাল ফুটবলার। আমি ওকে খেলাতে পছন্দও করি। কিন্তু এক্ষেত্রে আমাদের স্লাভকো আছে। ও ভালই খেলছে। এখন আমাদের একটা ভাল পরিকল্পনা তৈরি করে দলকে প্রস্তুত করতে হবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস