Monday, August 25, 2025

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচাৰ্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে সিবিআই ফের তলব করল।  মঙ্গলবার  তলব তাঁকে নথি তথ্য নিয়ে তলব করা হলো নিজাম প্যালেসে। তাঁকে কয়েকদিন টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফের তাঁর থেকে আরো কিছু নথি নিয়ে তলব।

৩২৫ জনের লিস্ট, টাকা নেওয়ার সময় সই, কতগুলো
অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছে, এই সম্পর্কে আরও তথ্য জানতে তলব।নিয়োগ দুর্নীতি মামলায় জানার চেষ্টা করা হচ্ছে, কুন্তল ঘোষ সম্পর্কে তথ্য ও ৩২৫ জনের লিস্ট সম্পর্কে তথ্য ।অভিযোগ, তাপস মানিকের নির্দেশে চাকরিপ্রার্থীদের থেকে টাকা সংগ্রহ করেছেন।

৩২৫ জনের তালিকা চাওয়া হয়েছে। ইডি এর আগে তাপস মণ্ডলকে ৫ বার তলব করেছে। তাপস মণ্ডল গত বুধবার জিজ্ঞাসাবাদের পর বিস্ফোরক অভিযোগ করেন,  চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এই ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। এমনকি দুজনকে মুখোমুখি বসিয়ে  তাপস ও কুন্তলকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও কুন্তল ঘোষের তরফে সব অভিযোগ মিথ্যে এমনটাই দাবি করে হয়েছে। এবার সেই সম্পর্কিত আরো তথ্য জানতে সিবিআই তাপস মণ্ডলকে ফের তলব করল।

নিয়োগ দুর্নীতি মামলায় সিটি সেশন কোর্টে ইডির বিশেষ আদালতে মানিক ভট্টাচাৰ্য স্ত্রী, মানিকের পুত্র এবং মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডল আদালতের সমন অনুসারে হাজিরা দিয়েছিলেন গত ৭ জানুয়ারি, জামিনের আবেদন করেছিলেন । যদিও জামিনের তীব্র বিরোধীতা করেছিল ইডি।

তাপস মণ্ডলের আইনজীবী আদালতে কাছে আবেদন করেন, তাপস মণ্ডলকে যত বার ইডি ডেকেছে গিয়েছেন। তাপস মন্ডলের থেকে কোনও রিকভারি নেই। যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। আদালত সে কথায় কর্ণপাত করেনি।

 

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version