Tuesday, November 4, 2025

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচাৰ্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে সিবিআই ফের তলব করল।  মঙ্গলবার  তলব তাঁকে নথি তথ্য নিয়ে তলব করা হলো নিজাম প্যালেসে। তাঁকে কয়েকদিন টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফের তাঁর থেকে আরো কিছু নথি নিয়ে তলব।

৩২৫ জনের লিস্ট, টাকা নেওয়ার সময় সই, কতগুলো
অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছে, এই সম্পর্কে আরও তথ্য জানতে তলব।নিয়োগ দুর্নীতি মামলায় জানার চেষ্টা করা হচ্ছে, কুন্তল ঘোষ সম্পর্কে তথ্য ও ৩২৫ জনের লিস্ট সম্পর্কে তথ্য ।অভিযোগ, তাপস মানিকের নির্দেশে চাকরিপ্রার্থীদের থেকে টাকা সংগ্রহ করেছেন।

৩২৫ জনের তালিকা চাওয়া হয়েছে। ইডি এর আগে তাপস মণ্ডলকে ৫ বার তলব করেছে। তাপস মণ্ডল গত বুধবার জিজ্ঞাসাবাদের পর বিস্ফোরক অভিযোগ করেন,  চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এই ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। এমনকি দুজনকে মুখোমুখি বসিয়ে  তাপস ও কুন্তলকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও কুন্তল ঘোষের তরফে সব অভিযোগ মিথ্যে এমনটাই দাবি করে হয়েছে। এবার সেই সম্পর্কিত আরো তথ্য জানতে সিবিআই তাপস মণ্ডলকে ফের তলব করল।

নিয়োগ দুর্নীতি মামলায় সিটি সেশন কোর্টে ইডির বিশেষ আদালতে মানিক ভট্টাচাৰ্য স্ত্রী, মানিকের পুত্র এবং মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডল আদালতের সমন অনুসারে হাজিরা দিয়েছিলেন গত ৭ জানুয়ারি, জামিনের আবেদন করেছিলেন । যদিও জামিনের তীব্র বিরোধীতা করেছিল ইডি।

তাপস মণ্ডলের আইনজীবী আদালতে কাছে আবেদন করেন, তাপস মণ্ডলকে যত বার ইডি ডেকেছে গিয়েছেন। তাপস মন্ডলের থেকে কোনও রিকভারি নেই। যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। আদালত সে কথায় কর্ণপাত করেনি।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version