Monday, November 10, 2025

হকি ডার্বি ঘিরে মহামেডান মাঠে র*ণক্ষেত্র, হা*তাহাতিতে জড়ালেন ইস্ট-মোহন সমর্থকরা

Date:

Share post:

হকি ডার্বি ঘিরে মহামেডান মাঠে রণক্ষেত্র। এদিন হকি লিগে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আর সেই ম‍্যাচকে কেন্দ্র করে মহামেডান মাঠ নিল রণক্ষেত্র। হাতাহাতিতে জড়ালেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা। আহত হয়েছেন কয়েকজন সাংবাদিকও।

দু’দশকেরও বেশি সময় পর হকি লিগে বড় ম‍্যাচের প্রত‍্যাবর্তনে এদিন মাঠে উপস্থিত ছিলেন দু’দলের ক্লাব কর্তারা। মাঠে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ম‍্যাচ শুরু হয় যথাযথ সমই। মোহনবাগান সমর্থকদের বসার জন্য গ্যালারির একটি নির্দিষ্ট অংশ ধার্য হয়েছিল। সেই গ্যালারির সামনের দিকেই লাল-হলুদ কর্তাদের বসার ব্যবস্থা করা হয়। ম‍্যাচের ১২ মিনিটে গোল করে এগিয়ে যায় মোহনবাগান। এরপরই শুরু হয় গণ্ডগোল। অভিযোগ, ম্যাচ চলাকালীন সবুজ-মেরুন সমর্থকদের দিক থেকে কটূক্তি উড়ে আসে। ফুটবলের নানা বিষয় নিয়ে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের কটাক্ষ করা হয় বলে অভিযোগ। এছাড়াও অভিযোগ পুরনো একটি বাতিল হওয়া আইলিগের ডার্বি ম্যাচের টিকিটের দাম ফেরত চায় মোহনবাগান সমর্থকেরা। বাগান সমর্থকদের পাল্টা দিতে ছাড়েননি লাল-হলুদ কর্মকর্তাদের সঙ্গে থাকা সদস্য-সমর্থকরাও। আর এই বচসার পরই ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একে অপরের দিকে জলের বোতল, ইট ছুঁড়তে থাকেন দুই দলের সমর্থকরা। বচসা গড়ায় হাতাহাতি। এরপর মাউন্টেড পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্ধ করে দেওয়া হয় ম‍্যাচ। এরপর ম‍্যাচ শুরুর ব‍্যবস্থা করলেও খারাপ আলোর জন‍্য ম‍্যাচ আর শুরু করা যায়নি।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ জিতে কী বললেন রোহিত?


 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...