Sunday, November 16, 2025

নিয়োগ দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর তথ্য, সিনেমা-মিউজিক ভিডিওতে টাকা বিনিয়োগ !

Date:

নিয়োগ দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। ধৃত এজেন্ট শেখ শাহিদ ইমামের থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। চন্দন মণ্ডলকে জেরা করেও সামনে এসেছে নিয়োগ দুর্নীতির এজেন্ট চক্র সম্পর্কিত নয়া তথ্য! কেউ সিনেমায় অভিনয় করেছেন।কেউ আবার মিউজিক ভিডিওতে মুখ দেখিয়েছেন! কেউ আবার বেসরকারি স্কুলের মালিক!

সিবিআই সূত্রে দাবি, চাকরি বিক্রির চক্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই এজেন্টদের। ধৃত রঞ্জনকে জেরা করে জানা গিয়েছে, বাগদার পাশাপাশি বিভিন্ন জেলায় সাব এজেন্ট নিয়োগ করেছিলেন চন্দন মণ্ডল। সাব এজেন্টরা মুখে মুখে প্রচার চালাতেন, টাকা দিলেই সরকারি চাকরি মিলবে।

সিবিআই আরও দাবি করেছে, চন্দন মণ্ডল-সহ ছয় এজেন্টই চাকরি বিক্রির টাকা পৌঁছে দিতেন প্রসন্ন রায়ের কাছে। এমন ৫০ জন এজেন্টের হদিশ মিলেছে, যাঁরা নিয়োগ দুর্নীতির টাকা পাঠাতো মিডলম্যান প্রসন্নকে। প্রসন্নর স্ত্রীর অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে চন্দন মণ্ডলের অ্যাকাউন্ট থেকে। কোনও কোনও চাকরিপ্রার্থী আবার সরাসরি প্রসন্নর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন বলেও সিবিআই দাবি করেছে।

এখনও পর্যন্ত ২২টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন নজরে এসেছে। প্রসন্ন রায় ও তাঁর আত্মীয়দের সাড়ে ৩০০টি সম্পত্তির হদিশ মিলেছে। নিয়োগ দুর্নীতির তদন্তে এখন এইসব এজেন্টদেরই ভূমিকা খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, ও শেখ শাহিদ ইমাম নামে তিনজন এজেন্টকে গ্রেফতার করে সিবিআই।

শাহিদ ইমামকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, সিনেমাতেও অভিনয়  করেছেন এই শেখ শাহিদ। একটি মিউজিক ভিডিওতেও তাঁকে দেখা গেছে। এজেন্ট হিসেবে ধৃত মালদার ইংরেজবাজারের বাসিন্দা আব্দুল খালেক স্থানীয় মিল্কি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মী। বর্তমানে নগরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন।এলাকায় তাঁর একটি বেসরকারি স্কুলও রয়েছে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version