একের পর এক ধাক্কা অজি শিবিরে। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন পেসার জশ হ্যাজলউড। আর এবার চোটের জন্য ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। এদিন এমনটাই জানান হল ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে দুটো টেস্ট হেরে সিরিজে ২-০ পিছিয়ে অস্ট্রেলিয়া। তার মধ্যে ওয়ার্নারের ছিটকে যাওয়ায় বড় ধাক্কা অজি শিবিরে।

এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়, কনুইয়ের চোটের কারণে ভারতের বিরুদ্ধে সিরিজের বাকি ২টি টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। তাঁর কনুইয়ের হাড় ভেঙেছে। আপাতত দেশে ফিরছেন ডেভিড ওয়ার্নার।

এদিকে চোটের কারণে গতকালই ছিটকে গিয়েছেন পেসার জশ হ্যাজলউড। সোমবার অস্ট্রেলিয়া দলের তরফ থেকে জানানো হয়, চলতি টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন হ্যাজলউড। গত জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্টে চোট পান হ্যাজলউড। আর সেই চোটের কারণেই ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট ম্যাচে খেলেননি তিনি। জানান হয়েছে, সেই চোট সেরে না ওঠায় দেশে ফিরছেন হ্যাজলউড।

আরও পড়ুন:আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে একাধিক রেকর্ড হরমনপ্রীতের, টপকে গেলেন রোহিতকে

