Saturday, May 3, 2025

চাকরি গিয়েছে। প্রথমটাই খানিকটা দমে গেলেও হার মানেননি গুগলের ৭ প্রাক্তন কর্মচারী। ছাঁটাইয়ের নোটিশ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই নিজেদের স্টার্টআপ সংস্থা খুলে ফেলেছেন তাঁরা।

আরও পড়ুন:Google Layoffs: বিশ্বজুড়ে ১২,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে গুগল!

হেনরি কার্ক গত আট বছর ধরে কাজ করছিলেন গুগলে। সম্প্রতি আর্থিক মন্দার কারণে খরচ বাঁচানোর লক্ষ্যে ১২০০০ কর্মীকে ছাঁটাই করে গুগল। মাস খানেক আগে তাঁদের সঙ্গেই বাদ পড়েন সিনিয়র ম্যানেজার কার্ক। কিন্তু অপ্রত্যাশিতভাবে চাকরি হারানোর পরেও ভেঙে পড়েননি তিনি। বরং, নতুন কিছু করবেন বলে ঠিক করে নিয়েছিলেন। তাঁর সঙ্গে হাত মিলিয়েছিলেন গুগল থেকে বাদ পড়া আরও ছ’জন কর্মী।
লিঙ্কডইনে পুরো ঘটনাটি শেয়ার করেছেন কার্ক। জানিয়েছেন, তিনি নিজেকে এবং টিমের বাকি সদস্যদের ৬ সপ্তাহ সময় দিয়েছিলেন। তার মধ্যেই নিউইয়র্ক এবং সানফ্রান্সিসকোতে নিজেদের জন্য নতুন ডিজাইন এবং ডেভেলপমেন্ট স্টুডিও তৈরি করবেন বলে মনস্থির করেছিলেন তাঁরা।
ছাঁটাইয়ের আগে ২ মাসের নোটিস পিরিয়ড দেওয়া হয়েছিল তাঁকে, যেটা কিনা সামনের মার্চ মাসে শেষ হচ্ছে। তার মধ্যেই নিজেকে দেওয়া কথা রেখেছেন কার্ক। নতুন উদ্যোগের কথা জানিয়ে গত সপ্তাহে একটি লিঙ্কডইন পোস্টে কার্ক লিখেছিলেন, ‘আমার হাতে আর ৫২ দিন আছে। আমি আপনাদের সাহায্য চাই। আমি সব সময় বিশ্বাস করি কঠোর পরিশ্রমের মূল্য পাওয়া যাবেই যাবে। হয়তো এখনকার পরিস্থিতিতে সেই বিশ্বাসের প্রতি সন্দেহ তৈরি হতে পারে। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে, জীবনের এই পরিবর্তনগুলো অনেক অভিনব সুযোগও নিয়ে আসে।’
তিনি আরও লেখেন, ‘আজ আমি এক ধাপ এগিয়ে জীবনের এই দুর্দশাকে নতুন সুযোগে পরিণত করতে চলেছি। আমি গুগলের ৬ জন অসাধারণ প্রাক্তন কর্মীর সঙ্গে কাজ শুরু করেছি। আমরা নিউইয়র্ক এবং সানফ্রান্সিসকোতে নতুন ডিজাইন এবং ডেভেলপমেন্ট স্টুডিও খুলছি। হয়তো সেসব করার জন্য এটা সবচেয়ে খারাপ সময়। কিন্তু সেটাই এই কাজের সবচেয়ে উৎসাহের এবং চ্যালেঞ্জিং অংশ।’
কার্ক জানিয়েছেন, তাঁদের নতুন সংস্থায় অন্যান্য সংস্থার অ্যাপ, ওয়েবসাইট ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের জন্য ডিজাইন এবং রিসার্চ টুল পাওয়া যাবে।

 

 

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version