Thursday, August 21, 2025

কোভিড মহামারি কাটলেও কাটেনি ভয়। সেই আতঙ্কেই এবার তিন বছর ধরে ছেলেকে নিয়ে ঘরে বন্দি ছিলেন মা মুনমুন মাঝি (Munmun Majhi)। ছেলের বয়স মাত্র ১০ বছর। কোভিড আক্রান্ত হয়ে যেতে পারেন এই ভয়ে চার দেওয়ালের মধ্যেই সন্তানসহ নিজেকে আবদ্ধ রেখেছিলেন মুনমুন। পরে খবর পেয়ে পুলিশ এসে মা ও ছেলেকে বাড়ির বাইরে বের করে আনে।

উল্লেখ্য, ২০২০ সালে হানা দেয় কোভিড। আর সেকারণেই অন্যান্যদের মতো সতর্কতা মেনে স্বামী সুজন ও ছেলে সহ নিজেকে ঘরবন্দি রাখেন মুনমুন। সুজনের সেই সময় ওয়ার্ক ফ্রম হোম (Work From Home) থাকলেও পরে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরলে তাঁকেও চাকরিতে যোগ দিতে হয়। কিন্তু সুজন অফিসে গেলে আর বাড়িতে ফিরতে পারেননি। কারণ মুনমুন জেদ ধরে বাইরে থেকে আসা কাউকেই তিনি ঘরে ঢুকতে দেবেন না। তাতে সংক্রমণ ছড়িয়ে হতে পারে। ঘটনার জেরে নিজের বাড়ির কাছেই একটি ঘর ভাড়া নিয়ে থাকতে হয় সুজনকে।

তবে বারবার স্ত্রীকে অনুরোধ করলেও স্বামীকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি শ্বশুর, শাশুড়ি সঙ্গে স্ত্রীর কথা বললেও লাভের লাভ কিছুই হয়নি। শেষে পরিবারের সবাই পুলিশের দ্বারস্থ হয়ে বিষয়টি জানান। প্রথমে পুলিশ বিষয়টি গুরুত্ব না দিলেও পরে পরিস্থিতি গুরুতর বুঝে বাড়ির দরজা খুলে মুনমুন ও তাঁর ছেলেকে বের করেন। পাশাপাশি তাঁকে মানসিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version