দিল্লির আবগারি নীতি(Excise Policy) মামলায় এবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) আপ্তসহায়ক বিভব কুমারকে(Bibhav Kumar) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টর(ED)। ইডির ডাকে সাড়া দিয়ে এদিন কেন্দ্রীয় সংস্থার অফিসে জিজ্ঞাসাবাদের মুখোমুখী হন বিভব কুমার। শেষ পাওয়া খবরে, দিল্লিতে(Delhi) ইডি অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। এই মামলাতেই সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পাশাপাশি তল্লাশিও চালানো হয়েছিল মুখ্যমন্ত্রীর সচিবালয়ে। এরপর এবার মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ককে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করল ইডি।

দিল্লির আবগারি মামলায় ইডির তরফে ইতিমধ্যেই আদালতে চার্জশিট পেশ করা হয়েছে যেখানে মনীশ সিসোদিয়া, বিভব কুমার সহ ৩৬ জনকে এই মামলায় অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। অভিযোগ করা হয়েছে নয়া আবগারি নীতিতে প্রায় ১০০ কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে। যদিও শুরু থেকেই গোটা ঘটনাকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছে আপ। তাদের দাবি নির্বাচনে হেরে গিয়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের তরফে।
