Wednesday, May 14, 2025

স্ট্যান্ডিং কমিটির নির্বাচনে ফের উত্তপ্ত দিল্লি পুরসভা, হে*নস্থা নয়া মেয়রকে

Date:

আপ-বিজেপির দফায় দফায় অশান্তি শেষে বুধবার মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে দিল্লিতে(Delhi)। ঠিক তারপর বুধবার রাতে ফের হাতাহাতির ঘটনা ঘটল দিল্লি পুরসভায়। স্ট্যান্ডিং কমিটির নির্বাচনে হাতাহাতিতে জড়ালেন দিল্লির কাউন্সিলররা। বিজেপি(BJP) কাউন্সিলরের হেনস্থার মুখে পড়তে হল দিল্লির নয়া মেয়র শেলি ওবেরয়কে। গোটা ঘটনার জেরে স্থগিত রাখা হয়েছে স্ট্যান্ডিং কমিটির নির্বাচন(Standing Commitee Election)।

বুধবার মেয়র নির্বাচনের পরই দিল্লি পুরসভায় শুরু হয় স্ট্যান্ডিং কমিটির নির্বাচন। ভোট চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায় আপ ও বিজেপি কাউন্সিলরদের। নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই ব্যালট বক্স ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ধাক্কাধাক্কি, মারামারির সঙ্গে চিৎকার করতে থাকেন দুই শিবিরের নেতারা। জলের বোতলও ছোঁড়া হয় বিরোধী পক্ষের দিকে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বিজেপির মেয়র পদপ্রার্থী শিখা রাই উঠে এসে মাইক ছিঁড়ে নিচ্ছেন। এরপরই শুরু হয় কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

অন্যদিকে বিজেপির কাউন্সিলরদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন দিল্লির নতুন মেয়র শেলি। তিনি বলেন, “বিজেপি কাউন্সিলররা আমাকে মারধরের চেষ্টা করছিল। সুপ্রিম কোর্টের নির্দেশেই স্ট্যান্ডিং কমিটির নির্বাচন হচ্ছিল। তার মধ্যেই এহেন ঘটনা আসলে বিজেপির গুণ্ডামির নিদর্শন। একজন মহিলাকেও আক্রমণ করতে আটকায় না তাদের।”

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version