Friday, August 22, 2025

আজ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নামছে ভারতীয় দল, অনিশ্চিত ভারত অধিনায়ক

Date:

Share post:

আজ আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তিন বছর আগে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টি-২০ বিশ্বকাপের ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল হরমনপ্রীত কৌরদের। এবার সেমিফাইনালেই দেখা হচ্ছে দুই হেভিওয়েট দলের। বৃহস্পতিবার কেপটাউনের নিউল্যান্ডস মাঠে টি-২০ বিশ্বকাপের শেষ চারে মুখোমুখি দুই দল।

মুখোমুখি সাক্ষাতে মেগ ল্যানিংয়ের দল অনেকটাই এগিয়ে। ৩০ বারের সাক্ষাতে অস্ট্রেলিয়া যেখানে ২২টি ম্যাচ জিতেছে, সেখানে ভারতের মেয়েরা জিতেছে মাত্র ৭টি ম্যাচে। একটি ম্যাচে কোনও মীমাংসা হয়নি। এবার গত বিশ্বকাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ হরমনপ্রীতদের সামনে। অন্যদিকে, অস্ট্রেলীয়রা টি-২০ বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে।

মহারণের আগে ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার বঙ্গতনয়া রিচা ঘোষ বললেন, ‘‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল। কিন্তু আমরা ওদের হারাতে পারি। শেষ সিরিজে আমরা ওদের হারিয়েছি।’’ রিচা আরও বলেন, ‘‘আমরা মানসিকভাবে নিজেদের আরও উন্নতি ঘটানোর চেষ্টা করছি। প্রথমে ব্যাট করলে ১৮০ রান করার লক্ষ্য থাকবে আমাদের। ওদের ১৪০-১৫০ রানে আটকে রাখার চেষ্টা করব।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক রেকর্ডও খারাপ। কমনওয়েলথ গেমসে হারের পর ডিসেম্বরে দেশের মাটিতে টি-২০ সিরিজ ৪-১ হেরেছে ভারত। তবু হরমনপ্রীত, স্মৃতি মান্ধানাদের প্রচণ্ড সমীহ করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনি বলেছেন, ‘‘আমরা আশা করছি, দু’দলের লড়াই দারুণ উত্তেজক হবে। গত কয়েক বছরে একমাত্র ভারতই আমাদের ধাক্কা দিয়েছে। ওদের দলে রয়েছে বেশ কয়েকজন ম্যাচ উইনার। ভারতীয় দলের একজনকেও আমরা হাল্কাভাবে নিচ্ছি না।’’

টিম কম্বিনেশন নিয়ে একটু চিন্তায় আছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষরা রানের মধ্যে রয়েছেন। বল হাতে ছন্দে রয়েছেন রেণুকা সিং, দীপ্তি শর্মারা। তবে দেবিকা বৈদ্য নাকি রাধা যাদব, বাড়তি স্পিনার-অলরাউন্ডার হিসেবে কাকে খেলানো হবে, তা নিয়েই ধন্দে রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাল্লা ভারী যদিও রাধার।

এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে না-ও খেলতে পারেন হরমনপ্রীত কৌর। সেই সঙ্গে অনিশ্চিত পেসার পূজা বস্ত্রকার।  যা খবর, বুধবার অসুস্থ হয়ে পড়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর ও পেসার পূজা বস্ত্রকার। বুধবার স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয় তাদের। তবে স্থানীয় সময় সন্ধ্যে নাগাদ তাদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন:মহারাজের বায়োপিক, কোন অভিনেতার ভাগ্যে শিকে ছিঁ*ড়ল ?

 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...