ভূ*মিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কম্পন মাত্রা ৬.২

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের ক্ষত এখনও টাটকা। তারইমধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২।

আরও পড়ুন:মৃত্যু*পুরী তুরস্ক–সিরিয়া, প্রবল ভূমিকম্পে নি*হত ২৫০০–র বেশি 
টুইটারে এনসিএস জানিয়েছে, ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ। শুক্রবার রাতে ফের দুলে ওঠে ইন্দোনেশিয়া। দেশের উত্তরে হালমাহেরায় ছিল ভূমিকম্পের কেন্দ্রবিন্দু।

অন্য দিকে,বৃহস্পতিবার ভূমিকম্পে কেঁপে ওঠে তাজাকিস্তান। যদিও এ ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

 

 

Previous articleসদ্যোজাতকে কোলে নিয়ে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা মা
Next articleরাজনাথের সামনেই বিশ্বভারতীর সমাবর্তনে প্রাক্তনীদের ঢুকতে বাধা, উপাচার্য বিরোধী পোস্টারে ছয়লাপ