Saturday, December 27, 2025

ফের রেপো রেট বৃদ্ধির পথে RBI, বাড়বে EMI-এর বোঝা

Date:

Share post:

মোদি জমানায় মধ্যবিত্তের স্বস্তি নেই। গত মে মাসের পর ফের একবার রেপো রেট(Repo Rate) বাড়াতে চলেছে দেশের শীর্ষ ব্যঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Researve Bank of India)। যার জেরে আবার মধ্যবিত্তের জীবনে বাড়তে চলেছে ইএমআই-এর বোঝা। জানা গিয়েছে, এবার ২৫ বেসিস পয়েন্ট বাড়বে রেপো রেট। আগামী এপ্রিল মাসে পরবর্তী নীতি নির্ধারণ কমিটির বৈঠকে বসছে রিজার্ভ ব্যাঙ্ক। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়ার প্রবল সম্ভাবনা। আর এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় সেক্ষেত্রে গত ৮ বছরে সর্বোচ্চ হবে রেপো রেট। গত বছর মে মাসে যা ৪ শতাংশ ছিল, সেই সুদের হার হবে ৬.৭৫ শতাংশ। যার অর্থ গাড়ি, বাড়ি সহ সবরকম ঋণে সুদের হার বাড়ানোর ছাড়পত্র পাবে ব্যাঙ্কগুলি(Bank)।

অর্থনীতিবিদদের মতে, এই রেপো রেট বাড়ানোর সম্ভাবনা প্রবল রয়েছে আগামী এপ্রিল মাসে। কারণ, অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্ককে বিপাকে ফেলে জানুয়ারি মাসে মূল্যবৃদ্ধির হার আবার প্রায় ৭ শতাংশের দিকে ছুটেছে। অথচ কেন্দ্র দাবি করেছিল, মূল্যবৃদ্ধি ৫ শতাংশের মধ্যে চলে আসবে। সেই আশা পূরণ হয়নি। আর মূল্যবৃদ্ধির গতিতে লাগাম পরানোর একটাই উপায় রয়েছে মোদি সরকারের কাছে তা হল রেপো রেট বৃদ্ধি। বছর খানেক ধরে লাগাতার রেপোরেট বৃদ্ধির পরও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসেনি। নভেম্বরে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও রেপো রেট বৃদ্ধিতে রাশ টানেনি কেন্দ্র। চলতি ফেব্রুয়ারি মাসে নীতি নির্ধারণ কমিটির বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। বর্তমানে শতাংশের হিসেবে যা ৬.৫০ শতাংশ। শীঘ্রই এটা বেড়ে পৌঁছবে ৬.৭৫ শতাংশে।

তবে এই রেপো রেট বৃদ্ধির বিরুদ্ধে সওয়াল করেছে রিজার্ভ ব্যাঙ্কের কমিটির দুজন সদস্য। তাদের মতে এভাবে রেপো রেট বাড়তে থাকলে তা দেশের অর্থনীতির জন্য চরম সঙ্কটের হয়ে উঠবে। এমনকী জিডিপির বৃদ্ধির হার ৫ শতাংশেও নেমে যেতে পারে। মানুষের উপর চাপ বাড়ার পাশাপাশি রিয়েল এস্টেট শিল্প চরম ধাক্কা খাবে। গৃহঋণে সুদের হার এমনিতেই লাফিয়ে বাড়ছে। তার উপর নতুন আয়কর পদ্ধতিতে তার কোনও ছাড়ই মিলবে না। তবে কমিটির দুই সদস্য রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলেও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এবং ডেপুটি গভর্নর দেবব্রত পাত্র সহ বাকি চারজন সদস্য সুদের হার বৃদ্ধির পক্ষে।

spot_img

Related articles

যতই করো হামলা, আবার জিতবে বাংলা! গর্জন ১০ কোটির

যতই করো হামলা, আবার জিতবে বাংলা। নয়া স্লোগান এখন তৃণমূল কর্মী-সমর্থকদের মুখে মুখে। ২০২১-এর শোচনীয় হারের পর থেকে,...

সুরের মঞ্চে ইটবৃষ্টি: জেমসের ওপর হামলায় উত্তাল দুই বাংলা

ফের সুরের মঞ্চে আতঙ্কের ছায়া। বাংলাদেশের (Bangladesh) ফরিদপুরে জনপ্রিয় রকস্টার জেমসের কনসার্টে বহিরাগতদের তান্ডবে তোলপাড় ওপার ও এপার...

এসআইআরের শুনানি শুরু হতেই আতঙ্কে আত্মহত্যার চেষ্টা গোঘাটের গৃহবধূর

শনিবার থেকে বঙ্গে এসআইআরের শুনানি শুরু হয়েছে। ভোটার লিস্টে (Voter list) নাম না থাকায় হেয়ারিং-এ ডাক পেয়েছেন হুগলির...

৩৯ দিনেই বাংলাদেশের ভাঁড়ার থেকে শেষ হয়ে যাবে কন্ডোম! তারপর…

বাংলাদেশে ফুরিয়ে আসছে কন্ডোম (Condom)। হাতে আর মাত্র ১মাস ৯ দিন, তারপর কী হবে? উত্তর নেই কারোর কাছে।...