Friday, May 16, 2025

“অত্যন্ত নিন্দনীয় অ*পরাধ করেছেন উনি”, নওশাদ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অধ‍্যক্ষ

Date:

আইন চলবে আইনের পথে চলবে। অভিযোগ বিচার করবে আদালত। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বিধানসভার অধ‌্যক্ষ বিমান বন্দ্যোপাধ‌্যায়। তাঁর কথায়, “একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব‌্যক্তির নেতৃত্বে ও উপস্থিতিতে অতজন পুলিশ অফিসারকে মারা হল প্রকাশ‌্যে। এই ধরনের ঘটনা অত‌্যন্ত নিন্দনীয়। অপরাধ করেছেন উনি। আইন আইনের পথে চলবে। বিচারপতিরা রয়েছেন। তাঁরা বিচার করে দেখবেন।”

অধ‌্যক্ষ খুব স্পষ্টভাবে নওশাদ প্রসঙ্গে তাঁর মনোভাব ব্যক্ত করে জানিয়ে দেন, “কেউ আইনের ঊর্ধ্বে নন। একজন জনপ্রতিনিধির নেতৃত্বে যে ঘটনা সেদিন ঘটেছে কলকাতার রাজপথে, অত পুলিশ অফিসারের উপর অত‌্যাচার হয়েছে, সেটা বাঞ্ছনীয় নয়। বিচারপতিরা এটা বিচার করে দেখবেন।
খুব স্পষ্ট করে বলতে চাই, নওশাদের ক্ষেত্রেও আইন আইনের পথে হাঁটবে।” তাঁর আরও সংযোজন, আইন বিধায়ক না সাধারণ মানুষ, তা দেখে না। অপরাধের সমান বিচার করে।

সম্প্রতি সংবাদমাধ‌্যমে তাঁর কিছু প্রতিক্রিয়া সামনে আসে। সে সম্পর্কে অধ‌্যক্ষ এদিন জানিয়েছেন, “আমার বক্তব‌্যকে অনেক সংবাদপত্রে একটু অন‌্যরকমভাবে পরিবেশন করা হয়েছে। কিন্তু আমি বলব, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তিনি বিধায়ক হতে পারেন বা যে কেউ হতে পারেন। বিধায়ক বলে কেউ যে বিশেষ সুবিধা পাবেন সেটা ভাবার কিছু নেই। আরও দু’জন বিধায়ক জেলে রয়েছেন। বিধায়ক বলে তাঁকে সুবিধা করে দেওয়ার জন‌্য কিন্তু আমি কোনও বক্তব‌্য রাখিনি। এটার যেন কোনও বিকৃত অর্থ কেউ না করে।”

আরও পড়ুন:নিবিড় জনসংযোগের লক্ষ্যে বাড়ল ”দিদির সুরক্ষা কবচ” কর্মসূচির সময়সীমা

 

 

Related articles

বাগানে আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন কাঁচরাপাড়ার নাবালক!

আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে। নৈহাটির (Naihati) শিবদাসপুর এলাকার এই ঘটনায়...

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...

গরম থেকে সাময়িক স্বস্তি, প্রাক-বর্ষার বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ

আন্দামান-নিকোবরে বর্ষা (Monsoon season) ঢুকতেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি ভেজা সম্ভাবনা জোরালো হয়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore...

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...
Exit mobile version