Tuesday, August 26, 2025

রাস্তায় জঞ্জাল ছুড়লেই মোটা অঙ্কের জরিমানা! বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

Date:

এবার থেকে রাস্তায় যত্রতত্র জঞ্জাল (Garbage) ছুঁড়ে ফেলার দিন শেষ। আর যদি কোনও কারণে তার অন্যথা হয় সেক্ষেত্রে বাড়ানো হল জরিমানার অঙ্ক (Fine)। ৫০ টাকা থেকে জরিমানার অঙ্ক বেড়ে দাঁড়াল ৫ হাজার টাকা। শনিবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মাসিক অধিবেশনে এমনই মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)।

এদিন ফিরহাদ হাকিম বলেন, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আগেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু অনেকেই তা ঠিকমতো মানছেন না। তাই এই জরিমানার অঙ্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র আরও জানিয়েছেন, কলকাতা পুর এলাকায় এক থেকে একশো ওয়ার্ডে ফেরুল সাফ করার জন্য পুরসভা কোনও টাকা নেয় না। কিন্তু বাকি ৪৪টা ওয়ার্ডে পুরসভাকে চার্জ দিতে হয়। এই পৃথক আইনকেও তুলে দেওয়া হবে অর্থাৎ পুরসভায় একই নিয়ম কার্যকর থাকবে।

শনিবার পুর অধিবেশনে মেয়র বলেন, অনেকেরই অভ্যাস হয়ে গিয়েছে ফ্ল্যাট বাড়ি থেকে রাস্তায় জঞ্জাল ছুঁড়ে ফেলা। কিন্তু এসব চলতে পারে না। এছাড়া অনেকে গৃহপালিত পশুকেও মৃত্যুর পরে রাস্তায় ফেলে দেওয়া হয়। তবে এদিন ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং (Papiya Singh) অধিবেশন কক্ষে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁর চিকিৎসা করেন চিকিৎসক মীনাক্ষ্মী গঙ্গোপাধ্যায়। তবে আপাতত সুস্থ রয়েছেন তিনি।

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version