নন্দীগ্রামে ভাঙা পায়ে খেলে দিলেন কুণাল, বিজেপি ছেড়ে দলে দলে যোগ তৃণমূলে

বর্তমানে পূর্ব মেদিনীপুরের দলের বিশেষ দায়িত্বে আছেন কুণাল। সেখানকার সংগঠন থেকে শুরু রাজনৈতিক কর্মসূচি, সবই সামলান তিনি। তারই অঙ্গ হিসেবে এদিন নন্দীগ্রামে বেশ কয়েকটি কর্মসূচি ছিল কুণালের

রাজনীতিবিদের পাশাপাশি পেশায় তিনি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক । আবার ক্রীড়াপ্রেমী। সুযোগ পেলে নিজেও মাঠে নেমে পড়েন। শনিবার প্রেস ক্লাব (Press Club) আয়োজিত ‘রিপোটার্স কাপ’-এর খেলা ছিল। সেই খেলায় অংশ নিয়েছিলেন কুণাল ঘোষও (Kunal Ghosh)। ফাইনালেও ওঠে তাঁদের দল। এবং ফাইনাল সহ প্রতিটি ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন কুণাল। ফাইনালের একটি পর্বে আচমকা পায়ে চোট পান তিনি। শুরুতে বুঝতে না পারলেও খেলা শেষে ব্যথ্যা অনুভব করেন। এক্স-রে করে দেখা যায় তাঁর বাঁ পায়ের ফিবুলা ভেঙে গিয়েছে। ডা. সুদীপ্ত বন্দ্যোপাধ‌্যায় এবং ডা. পার্থসারথি সরকার তাঁর চিকিৎসা করেন। চিকিৎসকরা সিদ্ধান্ত নেন কুণালের পায়ে অস্থায়ী প্লাস্টার করার। বুধবার অস্ত্রোপচার করে পায়ে প্লেট বসাতে হবে।

তবে আচমকা এই বিপত্তির মধ্যেও রাজনীতির ময়দান থেকে বিশ্রাম নিলেন না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। পা ভাঙার ২৪ ঘন্টা কাটতে না কাটতে পূর্ব মেদিনীপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে রবিবার সকালেই কলকাতা থেকে হলদিয়া পৌঁছান তিনি। নন্দীগ্রামে একটি সভায় যোগ দেওয়ার কথা থাকলেও শারীরিক পরিস্থিতির কারণে সেখানে যোগ দিতে পারেননি। তবে হলদিয়াতে তাঁর বাড়িতে বসেই ভাঙা পায়ে খেলে দিলেন কুণাল।

বর্তমানে পূর্ব মেদিনীপুরের দলের বিশেষ দায়িত্বে আছেন কুণাল। সেখানকার সংগঠন থেকে শুরু রাজনৈতিক কর্মসূচি, সবই সামলান তিনি। তারই অঙ্গ হিসেবে এদিন নন্দীগ্রামে বেশ কয়েকটি কর্মসূচি ছিল কুণালের। নন্দীগ্রামে ফের বিজেপিতে বড়সড় ভাঙন। পদ্ম ছেড়ে তৃণমূলে যোগদিলেন একঝাঁক বিজেপি নেতাকর্মী। নন্দীগ্রাম-১নং ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গের উপস্থিতিতে কুণাল ঘোষের হাত ধরে শ্রীমন্ত করণ, কালীপদ গাড়ু সহ একাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিল। এঁরা একটি সময় মূলত সিপিএম করতেন। শুভেন্দুর অত্যাচারে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখন সেই শুভেন্দুই বিজেপিতে, তাই তাঁরা এই নেতাকর্মীরা শুভেন্দুর প্রতি অনাস্থা দেখিয়ে তৃণমূলে যোগ দিলেন। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ও উন্নয়নের সঙ্গে থাকতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বলে জানা গিয়েছে।

নন্দীগ্রামে ফের একবার বিজেপিতে ভাঙন ধরানোর পর কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন। তিনি লেখেন, “নন্দীগ্রামে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে। পা ভাঙার কারণে গোকুলনগর যেতে পারিনি। কথা দেওয়া ছিল বলে কোনোরকমে হলদিয়া এসেছিলাম। এখানকার বাড়িতেই এসেছিলেন নন্দীগ্রামের নেতৃত্ব। যোগদানপর্বের পর বৈঠক হল। আলাদা কথা হল হলদিয়া টাউন সভাপতি মিলন মন্ডল ও তমলুক জেলা আই এন টি টি ইউ সি সভাপতি চন্দন দের সঙ্গে। বুধবার যেহেতু পায়ে অপারেশন, কটা দিন আসতে পারব না। আজ প্লাস্টার করা পা নিয়ে যারা আসতে সহযোগিতা করল, তাদের সকলকে ধন্যবাদ।”