Saturday, August 23, 2025

বছর উনিশের তরুণী মাহশা আমিনির (Mahasa Amini) মৃত্যুর পর থেকেই উত্তপ্ত ইরান (Iran)। সেই উত্তেজনার রেশ এখনও কাটেনি। আর তার মধ্যেই এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল। হিজাব (Hijab) না পড়ায় মর্মান্তিক পরিণতি হয়েছিল মাহশার। যে ছবি বিশ্ববাসীকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আর এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। নারীশিক্ষা (Women Education) রুখতে এবার ছাত্রীদের বিষ (Poison) খাওয়ানোর অভিযোগ উঠল ইরানে। আর এমন ঘটনার জেরে সেদেশের একাধিক শহরে বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়ে শ’খানেক ছাত্রী। আর একথা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন খোদ ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি (Yunus Panahi)। তিনি জানিয়েছেন, দেশে নারীশিক্ষার বিরোধীরাই এমন কাজ করেছেন। আর এমন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভে ফুঁসছে ইরান। ঘটনায় পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা।

ইরানের রাজধানী তেহরানের (Tehran) দক্ষিণে কওম শহরেই ছাত্রীদের শরীরে বিষক্রিয়ার ঘটনা বেশি প্রকাশ্যে এসেছে। তবে শুধু কওম শহরেই নয়, বাইরেও এই কাজ করা হয়েছে বলে অভিযোগ। ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত উপ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কওমের স্কুলগুলিতে বহু ছাত্রীর বিষক্রিয়ার খবর পাওয়ার পর তদন্ত করে দেখা গিয়েছে, ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে। যাঁরা এটা করেছেন, তাঁরা চান, সমস্ত স্কুল, বিশেষত মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাক। তবে তিনি উপযুক্ত ব্যবস্থার আর্জি জানিয়েছেন। কিন্তু কারা এমন কাজ করে থাকতে পারেন, কাদের দিকে সন্দেহ সে সব কিছুই স্পষ্ট নয়। পাশাপাশি এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতারও (Arrest) করা হয়নি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসের শেষ থেকেই স্কুলে ছাত্রীদের বিষ খাওয়ানোর অভিযোগ উঠতে শুরু করে। সবচেয়ে বেশি অভিযোগ আসতে শুরু করে দক্ষিণ তেহরানের কওম শহরে। সেখানে শ’খানেক ছাত্রী স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ইতিমধ্যে বিষক্রিয়ায় অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা স্কুলগুলির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

 

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version