Monday, August 25, 2025

চাকরিপ্রার্থীদের ‘ওয়েটিং লিস্ট’ নিয়ে ক*ড়া নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)নিয়ে এবার বড় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission)উদ্দেশে বিচারপতি বিশ্বজিৎ বসু (Biswajit Basu)বলেন, গ্ৰুপ ডি (Group- D)বা চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের যে ওয়েটিং লিস্ট রয়েছে, তার স্বচ্ছতার বিষয়ে SSC-কে আরও সতর্ক হতে হবে। তাঁর মন্তব্য, “ওয়েটিং লিস্ট গঙ্গাজলের মতো শুদ্ধ নয়। তাতেও কারচুপি থাকতে পারে।” বিচারপতির এই মন্তব্যের জেরে ফের শুরু হয়েছে জল্পনা।

২০২২ সাল থেকেই চর্চার মধ্যে স্কুল সার্ভিস কমিশন। বারবার দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে । শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গ্রুপ ডি নিয়োগ, আদালতের চোখ রাঙানির জেরে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে পর্ষদকেও। এর আগে গ্রুপ ডি-তে ১৯১১ জনের চাকরি বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় তিনি ঐ কর্মীদের বেতনও ফেরত দেওয়ার কথা জানান। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিচ্যুত গ্রুপ ডি কর্মীরা। ডিভিশন বেঞ্চে মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এই শূন্যপদগুলিতে ওয়েটিং লিস্ট থেকে নতুন এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে কমিশন। এবার সেই প্রার্থীদের তালিকা নিয়েও কমিশনকে সতর্ক হতে বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেছেন এই তালিকা যাতে ত্রুটিপূর্ণ না হয় সেইদিকে কড়া নজর না দিলে ভবিষ্যতে আরও বিপাকে পড়তে পারে কমিশন।

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...