Sunday, November 9, 2025

অটো-বাড়িতে থাকবেন! খরচ মোটে ১ লাখ

Date:

Share post:

একটু চেপে বসুন।

কোথায় সরব? জায়গা আছে!…

অটোযাত্রীদের ক্ষেত্রে খুব স্বাভাবিক কথোপকথন। রোজকার জীবনযাত্রায় একথা শোনেননি এরকম লোক কমই আছে। অটো রিক্সা (Autorickshaw), একথায় অটো বললে একটি তিন চাকার ছোট্ট যান চোখের সামনে ভেসে ওঠে। আসমুদ্র-হিমাচল বিভিন্ন শহর, আধাশহর, মফঃস্সল, গ্রামের রাস্তায় সমান দাপট তাদের। তাতে দ্রুত গন্তব্যে পৌঁছনো গেলেও, হাত-পা ছড়িয়ে বসার জায়গা হয় না। তবে, এই অটোতেই যখন সংসার পাতেন কেউ! সেই কথা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য সবার। কিন্তু এটাই করে দেখিয়েছেন তামিলনাড়ুর নামাক্কাল জেলার বাসিন্দা অরুণ প্রভু। পেশায় আর্কিটেক্ট অরুণ অটোতেই পেতেছেন সংসার।

নিজের রাজ্যের চেন্নাইতেই স্নাতক সম্পন্ন করেন অরুণ। সেখানে থাকার তেমন সমস্যা ছিল না। কিন্তু ২০১৯-এ যখন তিনি চেন্নাই থেকে মুম্বইয়ে যান তখন ঘরের অভাবে বস্তিতে কাটান অরুণ প্রভু। তিনি বুঝতে পারেন কম টাকায় সমস্ত সুবিধা পাওয়া যায় না। একটা বস্তি বাড়ি বানাতেও শহরে প্রায় ৪-৫লাখ টাকা খরচ হয়। এরপরেই তাঁর মাথায় আসে চলমান বাড়ির কথা। কিন্তু ভ্যানিটি ভানের মতো, ক্যারাভ্যানের মতো যান বানানোর খরচ বিপুল। সেই কারণে তিনি বেছে নেন অটোকে। 1 BHK ফ্ল্যাট যেন। রয়েছে শোওয়ার ঘর, রান্নাঘর, বাথরুম।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টেও জামিন অধরা, কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে ইস্তফা মনীশ সিসোদিয়ার

অরুণের বাড়ির সবাই ব্যবসা করেন। সেই কারণে পড়া শেষ করে চাকরির জিকে ঝোঁকেননি ২৩ বছরের যুবক। গরিবের সমস্যা মেটাতে চেয়েছিলেন বাসস্থান তিনি। এই অটো-বাড়ি করতে খরচ মোটে ১ লাখ। বিদ্যুতের খরচও সামন্য। কারণ এখানে সৌরশক্তির ব্যবহার হয়েছে। সেটা বসাতেই যা খরচ। অরুণ জানান, এই বাড়ি তৈরি করতে ৫ থেকে ৬ মাস সময় লাগবে। এখন কারা এই অটো-বাড়িতে থাকতে চাইবেন- সেটাই দেখার।

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...