Tuesday, May 6, 2025

একটু চেপে বসুন।

কোথায় সরব? জায়গা আছে!…

অটোযাত্রীদের ক্ষেত্রে খুব স্বাভাবিক কথোপকথন। রোজকার জীবনযাত্রায় একথা শোনেননি এরকম লোক কমই আছে। অটো রিক্সা (Autorickshaw), একথায় অটো বললে একটি তিন চাকার ছোট্ট যান চোখের সামনে ভেসে ওঠে। আসমুদ্র-হিমাচল বিভিন্ন শহর, আধাশহর, মফঃস্সল, গ্রামের রাস্তায় সমান দাপট তাদের। তাতে দ্রুত গন্তব্যে পৌঁছনো গেলেও, হাত-পা ছড়িয়ে বসার জায়গা হয় না। তবে, এই অটোতেই যখন সংসার পাতেন কেউ! সেই কথা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য সবার। কিন্তু এটাই করে দেখিয়েছেন তামিলনাড়ুর নামাক্কাল জেলার বাসিন্দা অরুণ প্রভু। পেশায় আর্কিটেক্ট অরুণ অটোতেই পেতেছেন সংসার।

নিজের রাজ্যের চেন্নাইতেই স্নাতক সম্পন্ন করেন অরুণ। সেখানে থাকার তেমন সমস্যা ছিল না। কিন্তু ২০১৯-এ যখন তিনি চেন্নাই থেকে মুম্বইয়ে যান তখন ঘরের অভাবে বস্তিতে কাটান অরুণ প্রভু। তিনি বুঝতে পারেন কম টাকায় সমস্ত সুবিধা পাওয়া যায় না। একটা বস্তি বাড়ি বানাতেও শহরে প্রায় ৪-৫লাখ টাকা খরচ হয়। এরপরেই তাঁর মাথায় আসে চলমান বাড়ির কথা। কিন্তু ভ্যানিটি ভানের মতো, ক্যারাভ্যানের মতো যান বানানোর খরচ বিপুল। সেই কারণে তিনি বেছে নেন অটোকে। 1 BHK ফ্ল্যাট যেন। রয়েছে শোওয়ার ঘর, রান্নাঘর, বাথরুম।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টেও জামিন অধরা, কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে ইস্তফা মনীশ সিসোদিয়ার

অরুণের বাড়ির সবাই ব্যবসা করেন। সেই কারণে পড়া শেষ করে চাকরির জিকে ঝোঁকেননি ২৩ বছরের যুবক। গরিবের সমস্যা মেটাতে চেয়েছিলেন বাসস্থান তিনি। এই অটো-বাড়ি করতে খরচ মোটে ১ লাখ। বিদ্যুতের খরচও সামন্য। কারণ এখানে সৌরশক্তির ব্যবহার হয়েছে। সেটা বসাতেই যা খরচ। অরুণ জানান, এই বাড়ি তৈরি করতে ৫ থেকে ৬ মাস সময় লাগবে। এখন কারা এই অটো-বাড়িতে থাকতে চাইবেন- সেটাই দেখার।

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version