Friday, August 22, 2025

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলার ঘটনায় এবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের (Division Bench) সাফ নির্দেশ আগামী শুক্রবারের মধ্যে এই বিষয়ে রাজ্যকে সমস্ত তথ্য জমা দিতে হবে। তবে শুধু তথ্য জমাই নয়, দিতে হবে কেস ডায়েরিও (Case Diary)। আগামী শুক্রবার দুপুর ১২টায় মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে। কনভয় লক্ষ্য করে বোমা, গুলি ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি।

ঘটনা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি এবং কেন্দ্র প্রথম থেকেই কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি জানাচ্ছেন। আর সেই ইস্যুতেই বিজেপির আসল স্বরূপ তুলে ধরে কুণাল জানান, সিবিআই বিজেপির শাখা সংগঠন। নিশীথের উপর কোনও হামলা হয়নি। পুরোটাই সাজানো। উল্টে নিশীথের লোকেরাই তাঁর উপর হামলা চালিয়েছে। আর পুরো বিষয়টি রাজ্য পুলিশ তদন্ত করলে ‘আসল সত্য’ সামনে চলে আসবে। আর সেই কারণেই সত্য ঢাকতে, মিথ্যার আশ্রয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় তদন্ত চাইছে বিজেপি।

এদিন শুনানিতে কেন্দ্রীয় মন্ত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রের আইনজীবী। তিনি বলেন, পুলিশ সুপার, জেলা শাসকেরা সে দিন কী করছিলেন? তা জানতে সিবিআই তদন্ত হওয়া দরকার। তবে এরপরই পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, মামলার তদন্তভার এখনও হস্তান্তর হয়নি। এই পরিস্থিতিতে সিবিআই কোন আইনের প্রেক্ষিতে নিজে অনুসন্ধান করতে চাইছে? প্রধান বিচারপতি আরও জানান, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের বক্তব্য শুনতে হবে। শুক্রবার তারা রিপোর্ট নিয়ে আসুক।

 

 

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...
Exit mobile version