Tuesday, December 16, 2025

জঙ্গল নয় মন্দিরে থাকে হাতি, এক ক্লিকেই শুঁড় দোলানো শুরু !

Date:

Share post:

দেবস্থানে এক বিশালাকার হাতি (Elephant), কথাটা শুনলেই রীতিমতো চমকে যেতে হয়। লম্বায় ১০ ফুট ওজন প্রায় ৮০০ কেজি। পাঁচ জন পূর্ণবয়স্ক মানুষের ভার একাই সহ্য করতে পারে। এহেন ‘কাজের’ হাতির দেখা মিলল কেরলের এক মন্দিরে (Temple, Kerala)। মন্দির কর্তৃপক্ষ ভালবেসে নাম রেখেছে ‘ রামন'(Raman)। তবে এর বৈশিষ্ট্য হল, এনার জন্য কানাকড়িও খরচ করতে হয় না। কারণ গজরাজ কিছুই খান না, বরং সুইচ অন (Switch On) হলেও কাজে অ্যাকটিভ হয়ে যান।

কথায় বলে হাতি পোষা সহজ কথা নয়। কারণ হাতির খাবারের খরচ জোগাড় করতেই প্রাণ ওষ্ঠাগত। গত বছরই কর্নাটক হাইকোর্ট রায় দিয়েছিল, বাণিজ্যিক কাজে ব্যবহার না-করলে হাতি পোষার ক্ষেত্রে কোনও বাধা নেই। কিন্তু হাতি পোষার মতো ক্ষমতা কেউ আর জাহির করতে পারেন নি। তবে কেরালার ত্রিশূর জেলার ইরিঞ্জাদাপল্লী কৃষ্ণমন্দিরে (At Irinjadapalli Krishna Mandir in Thrissur District, Kerala) গেলে আপনি একটু অবাক হবেন। কারণ সেখানে বিশালাকার গজরাজ কোনও খাবার খান না। কারোর ক্ষতিও করে না এই হাতি। মন্দির চত্বরে দাঁড়িয়ে দিব্যি মাথা নাড়ায় রামন, শুঁড়ও দোলায় সে। তবে সবটাই হয় রিমোটের বোতামের কেরামতিতে। আসলে এই হাতি যে রক্তমাংসের নয়, আসলে এটা একটা রোবট।লোহা, তার, ই-সার্কিট আর খানপাঁচেক শক্তিশালী বৈদ্যুতিক মোটর দিয়ে এই ‘রোবট হাতি’ (Robot Elephant) তৈরি করা হয়েছে।পশু সংরক্ষণ সংস্থা পেটা (PETA), ইন্ডিয়া সদ্যই মন্দির কর্তৃপক্ষকে উপহার দিয়েছে এই হাতি। তৈরি করতে খরচ হয়েছে মাত্র পাঁচ লাখ। সূত্র বলছে, ত্রিশূরের যে শিল্পীরা দুবাই ফেস্টিভ্যালের জন্য হাতির মূর্তি সরবরাহ করে, তাঁরাই বানিয়েছেন ‘রামন’-কে।

একটা সময় ছিল যখন কেরালার সব মন্দিরেই হাতি অপরিহার্য ছিল। কিন্তু সাম্প্রতিক কালে প্রাণীটির অসংলগ্ন মেজাজের কারণে বহু দুর্ঘটনা ঘটেছে। তাই সতর্কতামূলক ভাবে রোবট হাতি মন্দিরে।

 

spot_img

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...