Monday, January 12, 2026

জঙ্গল নয় মন্দিরে থাকে হাতি, এক ক্লিকেই শুঁড় দোলানো শুরু !

Date:

Share post:

দেবস্থানে এক বিশালাকার হাতি (Elephant), কথাটা শুনলেই রীতিমতো চমকে যেতে হয়। লম্বায় ১০ ফুট ওজন প্রায় ৮০০ কেজি। পাঁচ জন পূর্ণবয়স্ক মানুষের ভার একাই সহ্য করতে পারে। এহেন ‘কাজের’ হাতির দেখা মিলল কেরলের এক মন্দিরে (Temple, Kerala)। মন্দির কর্তৃপক্ষ ভালবেসে নাম রেখেছে ‘ রামন'(Raman)। তবে এর বৈশিষ্ট্য হল, এনার জন্য কানাকড়িও খরচ করতে হয় না। কারণ গজরাজ কিছুই খান না, বরং সুইচ অন (Switch On) হলেও কাজে অ্যাকটিভ হয়ে যান।

কথায় বলে হাতি পোষা সহজ কথা নয়। কারণ হাতির খাবারের খরচ জোগাড় করতেই প্রাণ ওষ্ঠাগত। গত বছরই কর্নাটক হাইকোর্ট রায় দিয়েছিল, বাণিজ্যিক কাজে ব্যবহার না-করলে হাতি পোষার ক্ষেত্রে কোনও বাধা নেই। কিন্তু হাতি পোষার মতো ক্ষমতা কেউ আর জাহির করতে পারেন নি। তবে কেরালার ত্রিশূর জেলার ইরিঞ্জাদাপল্লী কৃষ্ণমন্দিরে (At Irinjadapalli Krishna Mandir in Thrissur District, Kerala) গেলে আপনি একটু অবাক হবেন। কারণ সেখানে বিশালাকার গজরাজ কোনও খাবার খান না। কারোর ক্ষতিও করে না এই হাতি। মন্দির চত্বরে দাঁড়িয়ে দিব্যি মাথা নাড়ায় রামন, শুঁড়ও দোলায় সে। তবে সবটাই হয় রিমোটের বোতামের কেরামতিতে। আসলে এই হাতি যে রক্তমাংসের নয়, আসলে এটা একটা রোবট।লোহা, তার, ই-সার্কিট আর খানপাঁচেক শক্তিশালী বৈদ্যুতিক মোটর দিয়ে এই ‘রোবট হাতি’ (Robot Elephant) তৈরি করা হয়েছে।পশু সংরক্ষণ সংস্থা পেটা (PETA), ইন্ডিয়া সদ্যই মন্দির কর্তৃপক্ষকে উপহার দিয়েছে এই হাতি। তৈরি করতে খরচ হয়েছে মাত্র পাঁচ লাখ। সূত্র বলছে, ত্রিশূরের যে শিল্পীরা দুবাই ফেস্টিভ্যালের জন্য হাতির মূর্তি সরবরাহ করে, তাঁরাই বানিয়েছেন ‘রামন’-কে।

একটা সময় ছিল যখন কেরালার সব মন্দিরেই হাতি অপরিহার্য ছিল। কিন্তু সাম্প্রতিক কালে প্রাণীটির অসংলগ্ন মেজাজের কারণে বহু দুর্ঘটনা ঘটেছে। তাই সতর্কতামূলক ভাবে রোবট হাতি মন্দিরে।

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...