Tuesday, August 26, 2025

থাকলেন শুধু ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। এই হিসেব নব্বই দশকে বেড়ে ওঠা প্রজন্মের। যাঁদের কাছে ইন্টারনেট ছিল না। ক্লিক করলেই খেলার জগৎ হাতের মুঠোয় আসেনি।ইউরোপের ক্লাব ফুটবল তখনো এত জনপ্রিয় হয়ে ওঠেনি। যাবতীয় আগ্রহ বিশ্বকাপ ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই আগ্রহ মেটাতে গিয়ে কিশোর চোখগুলো বারবার চারটি নামে আটকে গেছে—পেলে, ডিয়েগো মারাদোনা, জাঁ ফঁতে এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

এই চার কিংবদন্তীর দুজন পেলে আর মারাদোনা আগেই ইহলোক ত্যাগ করেছেন। আজ চলে গেলেন জাঁ ফঁতে। রয়ে গেলেন বেকেনবাওয়ার।

ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকার জাঁ ফঁতে-র মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। ফুটবল জীবনে ‘গোলমেশিন’ নামে বিখ্যাত ছিলেন ফঁতে। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ৬ ম্যাচে ১৩টি গোল করেছিলেন তিনি। যা আজও একটি বিশ্বকাপের আসরে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড। দীর্ঘ ৬৫ বছর পরও এই নজির বিশ্বের আর কোনও ফুটবলার ভাঙতে পারেননি।
জাতীয় দলের জার্সিতে ২১ ম্যাচে ৩০টি গোল করেছেন ফঁতে। ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি ছিলেন ফ্রান্স ফুটবল দলের অপরিহার্য সদস্য। ক্লাব ফুটবলেও প্রচুর গোল করেছেন ফঁতে। তিনি সবথেকে বেশি খেলেছেন ফরাসি ক্লাব রেইমসের হয়ে। টানা ছ’মরশুম। এই সময়ে ১৩১ ম্যাচে ১২২টি গোল করেছেন। ফরাসি লিগে সব মিলিয়ে ২০০ ম্যাচে ১৬৫ গোল করেছেন ফঁতে।

চোটের জন্য মাত্র ২৮ বছর বয়সেই অবসর নিতে বাধ্য হন। অবসরের পরেও ফুটবলের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট ছিল। এক বছর ফ্রান্স জাতীয় দলের কোচ ছিলেন তিনি। মরক্কো জাতীয় দলকেও কোচিং করিয়েছেন। এছাড়া পিএসজির মতো নামী ক্লাবেরও কোচ ছিলেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ফিফা।

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version