Thursday, November 13, 2025

মসনদে কারা? কাল ৩ রাজ্যের বিধানসভার ফলাফলে নজর গোটা দেশের

Date:

রাত পোহালেই ফলপ্রকাশ হতে চলেছে ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের(Assembly Election)। ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড এই ৩ রাজ্যের মসনদে কে বসতে চলেছে সেদিকেই নজর গোটা দেশের। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই তিন রাজ্যের ভোটের ফল প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন(Election Commission)। এর পাশাপাশি বাংলার সাগরদিঘিতেও(Sagardighi) উপনির্বাচনের ফলপ্রকাশ হতে চলেছে আগামিকাল। সবমিলিয়ে প্রস্তুতি চূড়ান্ত নির্বাচন কমিশনের।

৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় সোমবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হয় ৫৯ টি আসনে। প্রার্থীর মৃত্যুর জেরে একটি কেন্দ্রে নির্বাচন স্থগিত রাখে কমিশন। জয়ের জন্য এই রাজ্যে ম্যাজিক ফিগার ৩১, তবে বুথ ফেরত সমীক্ষার দাবি এখানে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনও দলই। এদিকে প্রথমবার এখানে নির্বাচনী লড়াইয়ে নেমেছে তৃণমূল। ফলে কেন্দ্রীয় স্তরে বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ফলাফল এখানে কী হয় সেদিকে নজর রয়েছে গোটা দেশের। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সংখ্যা গরিষ্ঠতা না পেলেও এখানে সরকার গড়ার অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে তৃণমূল। ফলে অন্যান্য রাজ্যের পাশাপাশি বাড়তি নজর থাকবে মেঘালয়ে।

এর পাশাপাশি ভোটগণনাকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ত্রিপুরাতেও। গত ১৬ ফেব্রুয়ারি এই রাজ্যে নির্বাচন সম্পন্ন হয় ৬০ আসনে। এখানে শাসকদলের আসনে রয়েছে বিজেপি। অন্যতম প্রতিদ্বন্দ্বী দল সিপিএম ও তৃণমূল। বুথ ফেরত সমীক্ষার দাবি, এখানেও বিজেপিকে জোর টক্কর দিতে চলেছে তৃণমূল। বিজেপি শাসিত এই রাজ্যে ব্যাপক রাজনৈতিক হিংসার আবহে ভোটগণনা সুষ্ঠু করাই অন্যতম চ্যালেঞ্জ কমিশনের কাছে। এছাড়াও উত্তরপূর্বের আর একটি রাজ্য নাগাল্যান্ডেও ফলপ্রকাশ হচ্ছে বৃহস্পতিবার। একইসঙ্গে বুধবার রাত পোহালেই ভাগ্য নির্ধারণ সাগরদিঘি উপনির্বাচনের প্রার্থীদের প্রাথমিকভাবে বুথ ফেরত সমীক্ষায় এই কেন্দ্রে তৃণমূল সহজ জয় পেতে চলেছে দাবি করা হয়েছে। ফলে আগামীকাল এই ৩ রাজ্য ও সাগরদিঘি উপনির্বাচনে কার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সেদিকে নজর থাকবে গোটা দেশের।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version