Monday, May 19, 2025

রাত পোহালেই ফলপ্রকাশ হতে চলেছে ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের(Assembly Election)। ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড এই ৩ রাজ্যের মসনদে কে বসতে চলেছে সেদিকেই নজর গোটা দেশের। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই তিন রাজ্যের ভোটের ফল প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন(Election Commission)। এর পাশাপাশি বাংলার সাগরদিঘিতেও(Sagardighi) উপনির্বাচনের ফলপ্রকাশ হতে চলেছে আগামিকাল। সবমিলিয়ে প্রস্তুতি চূড়ান্ত নির্বাচন কমিশনের।

৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় সোমবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হয় ৫৯ টি আসনে। প্রার্থীর মৃত্যুর জেরে একটি কেন্দ্রে নির্বাচন স্থগিত রাখে কমিশন। জয়ের জন্য এই রাজ্যে ম্যাজিক ফিগার ৩১, তবে বুথ ফেরত সমীক্ষার দাবি এখানে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনও দলই। এদিকে প্রথমবার এখানে নির্বাচনী লড়াইয়ে নেমেছে তৃণমূল। ফলে কেন্দ্রীয় স্তরে বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ফলাফল এখানে কী হয় সেদিকে নজর রয়েছে গোটা দেশের। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সংখ্যা গরিষ্ঠতা না পেলেও এখানে সরকার গড়ার অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে তৃণমূল। ফলে অন্যান্য রাজ্যের পাশাপাশি বাড়তি নজর থাকবে মেঘালয়ে।

এর পাশাপাশি ভোটগণনাকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ত্রিপুরাতেও। গত ১৬ ফেব্রুয়ারি এই রাজ্যে নির্বাচন সম্পন্ন হয় ৬০ আসনে। এখানে শাসকদলের আসনে রয়েছে বিজেপি। অন্যতম প্রতিদ্বন্দ্বী দল সিপিএম ও তৃণমূল। বুথ ফেরত সমীক্ষার দাবি, এখানেও বিজেপিকে জোর টক্কর দিতে চলেছে তৃণমূল। বিজেপি শাসিত এই রাজ্যে ব্যাপক রাজনৈতিক হিংসার আবহে ভোটগণনা সুষ্ঠু করাই অন্যতম চ্যালেঞ্জ কমিশনের কাছে। এছাড়াও উত্তরপূর্বের আর একটি রাজ্য নাগাল্যান্ডেও ফলপ্রকাশ হচ্ছে বৃহস্পতিবার। একইসঙ্গে বুধবার রাত পোহালেই ভাগ্য নির্ধারণ সাগরদিঘি উপনির্বাচনের প্রার্থীদের প্রাথমিকভাবে বুথ ফেরত সমীক্ষায় এই কেন্দ্রে তৃণমূল সহজ জয় পেতে চলেছে দাবি করা হয়েছে। ফলে আগামীকাল এই ৩ রাজ্য ও সাগরদিঘি উপনির্বাচনে কার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সেদিকে নজর থাকবে গোটা দেশের।

Related articles

আন্দোলন হিংস্র কেন হবে: চাকরিহারা শিক্ষকদের জন্য রাজ্যের অবস্থান ব্যাখ্যা অভিষেকের

লাগাতার বিকাশ ভবন ঘেরাও করে আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। সরকারি সম্পত্তি নষ্ট থেকে সরকারি কর্মীদের শারীরিক নিগ্রহ, কোনও অভিযোগই...

প্রতিনিধি দলে কে, একক সিদ্ধান্ত বিজেপি নিতে পারে না: দলের অবস্থান স্পষ্ট অভিষেকের

পাকিস্তান বিরোধী প্রতিটি পদক্ষেপে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।...

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...
Exit mobile version