Thursday, August 21, 2025

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফলপ্রকাশ ।ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড এই ৩ রাজ্যের মসনদে কে বসতে চলেছে সেদিকেই নজর গোটা দেশের। পাশাপাশি আজ বাংলার সাগরদিঘিতেও(Sagardighi) উপনির্বাচনের ফলপ্রকাশ হতে চলেছে। সবমিলিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি চূড়ান্ত।

আরও পড়ুন:রাম-বাম অশুভ আঁতাঁতকে ইভিএমে জবাব! সাগরদিঘিতে তৃণমূলের দিকেই পাল্লা ভারীর ইঙ্গিত

৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় সোমবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি নির্বাচন হয় ৫৯ টি আসনে। প্রার্থীর মৃত্যুর জেরে একটি কেন্দ্রে নির্বাচন স্থগিত রাখে কমিশন। জয়ের জন্য এই রাজ্যে ম্যাজিক ফিগার ৩১, তবে বুথ ফেরত সমীক্ষার দাবি এখানে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনও দলই। এদিকে প্রথমবার এখানে নির্বাচনী লড়াইয়ে নেমেছে তৃণমূল। ফলে কেন্দ্রীয় স্তরে বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ফলাফল এখানে কী হয় সেদিকে নজর রয়েছে গোটা দেশের। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এখানে সরকার গড়ার অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে তৃণমূল। ফলে অন্যান্য রাজ্যের পাশাপাশি বাড়তি নজর থাকবে মেঘালয়ে।

এর পাশাপাশি ভোটগণনাকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ত্রিপুরাতেও। গত ১৬ ফেব্রুয়ারি এই রাজ্যে নির্বাচন সম্পন্ন হয় ৬০ আসনে। এখানে শাসকদলের আসনে রয়েছে বিজেপি। অন্যতম প্রতিদ্বন্দ্বী দল সিপিএম ও তৃণমূল। বুথ ফেরত সমীক্ষার দাবি, এখানেও বিজেপিকে জোর টক্কর দিতে চলেছে তৃণমূল। বিজেপি শাসিত এই রাজ্যে ব্যাপক রাজনৈতিক হিংসার আবহে ভোটগণনা সুষ্ঠু করাই অন্যতম চ্যালেঞ্জ কমিশনের কাছে।
এছাড়াও লক্ষ্মীবারে উত্তরপূর্বের আর একটি রাজ্য নাগাল্যান্ডেও ফলপ্রকাশ হচ্ছে। একইসঙ্গে আজ ভাগ্য নির্ধারণ সাগরদিঘি উপনির্বাচনের । প্রার্থীদের প্রাথমিকভাবে বুথ ফেরত সমীক্ষায় এই কেন্দ্রে তৃণমূল সহজ জয় পেতে চলেছে দাবি করা হয়েছে। ফলে এই ৩ রাজ্য ও সাগরদিঘি উপনির্বাচনে কার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সেদিকে নজর থাকবে গোটা দেশের।

 

 

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version