অজিদের বিরুদ্ধে দ্বিতীয় দিনে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, টপকে গেলেন কপিল দেবকে

বুধবার আইসিসি ঘোষণা করেছে যে টেস্টের ১ নম্বর বোলার অশ্বিন। দীর্ঘ ৮ বছর পরে আবার টেস্টে ১ নম্বর বোলার হলেন অশ্বিন।

ইন্দোরে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবকে। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোরে দ্বিতীয় দিন সকালে পিটার হ্যান্ডসকম্বকে আউট করার পরেই কপিল দেবকে ছাপিয়ে যান অশ্বিন। এখন অশ্বিনের সামনে অনিল কুম্বলে এবং হরভজন সিং। এদিন তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ১৯৭ রান করে অস্ট্রেলিয়া।

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৬ ম্যাচে কপিল দেব নিয়েছেন ৬৮৭ উইকেটে। আর এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিন সকালে পিটার হ্যান্ডসকম্বকে আউট করার পরেই কপিল দেবকে ছাপিয়ে যান অশ্বিন। ইনিংসে আরও ২টি উইকেট পেয়েছেন তিনি। ২৬৯ ম্যাচে এখনও পযর্ন্ত ৬৮৯ উইকেট হল অশ্বিনের। ভারতীয় বোলারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলের। ৪০১ ম্যাচে ৯৫৩ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন আর এক স্পিনার হরভজন সিং। ৩৬৫ ম্যাচে ৭০৭ উইকেট নিয়েছেন তিনি। তার পরেই রয়েছেন অশ্বিন।

বুধবার আইসিসি ঘোষণা করেছে যে টেস্টের ১ নম্বর বোলার অশ্বিন। দীর্ঘ ৮ বছর পরে আবার টেস্টে ১ নম্বর বোলার হলেন অশ্বিন।

আরও পড়ুন:দ্বিতীয় দিনে ১৬৩ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস , অজিদের জয়ের জন‍্য দরকার ৭৬ রান


 

Previous articleদ্বিতীয় দিনে ১৬৩ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস , অজিদের জয়ের জন‍্য দরকার ৭৬ রান
Next articleহৃদরো*গে আ*ক্রান্ত সুস্মিতা সেন, অপারেশনের সিদ্ধান্ত চিকিৎসকদের !