ORDIএর উদ্যোগে কলকাতার রয়েল বেঙ্গল গলফ ক্লাবে উদযাপন হলো বিশ্ব বিরল দিবস। উপস্থিত ছিলেন মনোজ তিওয়ারি , অনুপম রায় , নুসরাত জাহান, প্রিয়দর্শনী বাওয়া ও অন্যান্য বিশিষ্টরা।
যেগুলির প্রকোপ ২৫০০- এর কম সেটাই বিরল রোগ হিসেবে গণ্য করা হয়। আনুমানিক ২০ জনের মধ্যে ১ জন আক্রান্ত হন এমন রোগগুলির মধ্যে ৮০% জিনগত। বিরল রোগ সম্প্রদায়ের জন্য সচেতনতা বাড়াতে এবং বিরল রোগে আক্রান্ত রোগীদের জন্য আরও ভাল পরিষেবা এবং চিকিৎসা পরামর্শ দেওয়াই ছিল এই ইভেন্টের মূল উদ্দেশ্য ।কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের পক্ষ থেকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে।
রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড ও গ্রোথ হরমোন এর সহায়তা বিরল রোগের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ORDIএর সহায়তায় বিশ্ব বিরল দিবস স্মরণে আগামী ৫ মার্চ রবিবার রেসফোর ৭ আয়োজন করা হয়েছে। এটি ORDI- এর একটি বার্ষিক ইভেন্ট।