Wednesday, May 7, 2025

সুপ্রিম রায়কে ‘স্বাগত’! কেন্দ্রের ‘রাজনৈতিক প্রতিহিং*সার’ বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা

Date:

মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সুপ্রিম রায়কে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করে বলেন, আমি আন্তরিকভাবে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) রায়কে স্বাগত জানাই। শীর্ষ আদালতই পারে বর্তমানে দেশকে রক্ষা করতে। সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থার প্রধান স্তম্ভ। সুপ্রিম কোর্টই পারে আমাদের গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার ও ন্যায় বিচারের পক্ষে সুবিচার দিতে। মমতা জানান, অত্যাচারী শক্তির অপচেষ্টার বিরুদ্ধে এই জয় সাধারণ মানুষের জয়। কিছু রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মানুষের জন্য আজ দেশের এমন পরিণতি বলেও মন্তব্য করেন মমতা।

পাশাপাশি এদিন সকালেই টুইট করে সুপ্রিম রায়কে যুগান্তকারী বলে জানিয়ছেন, সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ে গণতন্ত্রের জয় হল। তৃণমূল নেত্রীর মতে, অত্যাচারী শক্তির অপচেষ্টার বিরুদ্ধে জনগণের ইচ্ছাই বিরাজ করছে!

এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, বুধবারই মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডে নির্বাচনী ফলাফল বেরনোর আগেই কলকাতায় ইডির হানা। তিনি বলেন, “সঞ্জয়, রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও আমার ব্যক্তিগত আইনজীবী। সরকারের অনেক কাগজ স্বাভাবিক ভাবেই ওঁর কাছে থাকে। আমি ওকে বুধবারই জিজ্ঞেস করেছি, এত তল্লাশি করে কী কী পেল? ও বলল, কিচ্ছু পায়নি। খালি আপনাদের ব্যাপারে জিজ্ঞাসা করছিল।”

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, সঞ্জয় যদি কারও হয়ে মামলা লড়ে তাহলে তার থেকে টাকা নিতেই পারে। কারণ সেটা ওঁর গণতান্ত্রিক অধিকার। একটা মামলায় ও টাকা ফেরতও দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এটা নিছকই প্রতিহিংসার রাজনীতি। ইডি দিয়ে, সিবিআই দিয়ে বিজেপি সরকার সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। সাংবাধানিক প্রতিষ্ঠানও ওদের হস্তক্ষেপ থেকে মুক্ত নয়। সেদিক থেকে ইতিবাচক যে মুখ্য নির্বাচন কমিশনার বেছে নিতে সু্প্রিম কোর্ট এমন পদক্ষেপ নিল।

 

 

Related articles

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে...

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...
Exit mobile version