Monday, November 10, 2025

কিবু ভিকুনাকে কোচ রেখেই আগামী মরশুমের জন্য দল গোছানো শুরু DHFC-র

Date:

দলগঠনে নেমেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। গত মরশুমের কোচ কিবু ভিকুনাকে কোচ রেখেই আগামী মরশুমের জন্য শক্তিশালী দলগঠনে নেমেছে ডায়মন্ড হারবার এফসি । গত মরশুমে প্রথমবার কলকাতা লিগে খেলেই প্রিমিয়ার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। সাংসদ অভিষেক আরও ভাল দল গড়ার আশ্বাস দিয়েছিলেন। সেই মতোই দলগঠনের কাজ চলছে জোরকদমে।

ক্লাব সূত্রের খবর, স্প্যানিশ কোচের পরামর্শ মেনেই দল গড়ার কাজ চলছে। গতবারের দল থেকে বেশকিছু ফুটবলার ধরে রাখার পাশাপাশি নতুন কিছু ভাল ফুটবলার নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, একাধিক ফুটবলারের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। কাস্টমসের হয়ে গতবার কলকাতা লিগে ভাল খেলা এবং বাংলার হয়ে জাতীয় গেমস ও সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বে সর্বোচ্চ গোলদাতা নরহরি শ্রেষ্ঠাকে দলে নিতে উদ্যোগী ডায়মন্ড হারবার। গত বছর বাংলা সন্তোষের ফাইনাল খেলেছিল যাঁর নেতৃত্বে, সেই মনোতোষ চাকলাদারকেও নিতে চায় ক্লাব। কথাবার্তা চলছে, তবে এখনও চূড়ান্ত হয়নি।

আইএসএল এবং আই লিগে খেলা বেশ কিছু ভারতীয় ফুটবলারের দিকে নজর রয়েছে ডায়মন্ড হারবার এফসি কর্তাদের। কলকাতার ক্লাবে খেলা দু-একজন বিদেশি যাঁরা ভারতীয় নাগরিকত্বের খোঁজে রয়েছেন, তাঁদের দিকেও নজর রয়েছে ক্লাবের। গত মরশুমের দল থেকে অভিষেক দাস, গৌতম কুজুর, বিক্রমজিৎ সিং, সুকুরাম সর্দার, তুহিন শিকদার, সন্দীপ পাত্রের মতো ফুটবলারদের রেখে দেওয়া হতে পারে বলে ক্লাব সূত্রের খবর।

আরও পড়ুন:আরও একবছর ইস্টবেঙ্গল এফসিতে ক্লেটন সিলভা

 

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version