Saturday, August 23, 2025

দলগঠনে নেমেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। গত মরশুমের কোচ কিবু ভিকুনাকে কোচ রেখেই আগামী মরশুমের জন্য শক্তিশালী দলগঠনে নেমেছে ডায়মন্ড হারবার এফসি । গত মরশুমে প্রথমবার কলকাতা লিগে খেলেই প্রিমিয়ার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। সাংসদ অভিষেক আরও ভাল দল গড়ার আশ্বাস দিয়েছিলেন। সেই মতোই দলগঠনের কাজ চলছে জোরকদমে।

ক্লাব সূত্রের খবর, স্প্যানিশ কোচের পরামর্শ মেনেই দল গড়ার কাজ চলছে। গতবারের দল থেকে বেশকিছু ফুটবলার ধরে রাখার পাশাপাশি নতুন কিছু ভাল ফুটবলার নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, একাধিক ফুটবলারের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। কাস্টমসের হয়ে গতবার কলকাতা লিগে ভাল খেলা এবং বাংলার হয়ে জাতীয় গেমস ও সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বে সর্বোচ্চ গোলদাতা নরহরি শ্রেষ্ঠাকে দলে নিতে উদ্যোগী ডায়মন্ড হারবার। গত বছর বাংলা সন্তোষের ফাইনাল খেলেছিল যাঁর নেতৃত্বে, সেই মনোতোষ চাকলাদারকেও নিতে চায় ক্লাব। কথাবার্তা চলছে, তবে এখনও চূড়ান্ত হয়নি।

আইএসএল এবং আই লিগে খেলা বেশ কিছু ভারতীয় ফুটবলারের দিকে নজর রয়েছে ডায়মন্ড হারবার এফসি কর্তাদের। কলকাতার ক্লাবে খেলা দু-একজন বিদেশি যাঁরা ভারতীয় নাগরিকত্বের খোঁজে রয়েছেন, তাঁদের দিকেও নজর রয়েছে ক্লাবের। গত মরশুমের দল থেকে অভিষেক দাস, গৌতম কুজুর, বিক্রমজিৎ সিং, সুকুরাম সর্দার, তুহিন শিকদার, সন্দীপ পাত্রের মতো ফুটবলারদের রেখে দেওয়া হতে পারে বলে ক্লাব সূত্রের খবর।

আরও পড়ুন:আরও একবছর ইস্টবেঙ্গল এফসিতে ক্লেটন সিলভা

 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version