Thursday, December 4, 2025

সাগরদিঘিতে অশুভ জোট, বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়বে কংগ্রেস?: প্রশ্ন তুলে তুলোধনা মমতার

Date:

Share post:

সাগরদিঘির উপনির্বাচনে প্রায় ২৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছে কংগ্রেস। তারপরেই বৃহস্পতিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘রামধনু জোট’ নিয়ে তুলোধনা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাঘরদিঘির ভোটের ফল নিয়ে বাম-কংগ্রেস-বিজেপি (Left-Congress-BJP)-র অশুভ আঁতাঁত নিয়ে তোপ দাগেন মমতা। বলেন, “সাগরদিঘিতে আমরা হেরেছি। কাউকে দোষারোপ করতে চাই না। কিন্তু একটি অনৈতিক জোট হয়েছে। এটাকে তীব্র ভাষায় নিন্দা করছি। বিজেপির ভোট এবার কংগ্রেসে গিয়েছে। সিপিএম-কংগ্রেস এক হয়ে গেছে। এখন বিজেপর ভোটও ওরা পাচ্ছে।”

কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। বলেন, “আমি অধীর চৌধুরীর বক্তব্য দেখেছি। তিনি বলেছেন বাম, বিজেপি সাহায্য করেছে। আমি এবার তাঁকে ধন্যবাদ জানাতে চাই, সত্যি কথা বলার জন্য। এটা আমরা সবসময় বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য বিজেপির সাহায্য নিয়েছে। প্রত্যেকে ধর্মীয় মেরুকরণ করেছে। বিজেপি সবসময় এটা করে। সিপিএম কংগ্রেস এখন এটা করছে। কিন্তু এটা একটা শিক্ষা হল আমাদের। আমরা কংগ্রেস এবং সিপিএম-র থেকে কথা শুনব না। কারণ যারা বিজেপির সঙ্গে থাকে, আমরা তাঁদের সঙ্গে থাকতে পারে না।”

মমতা বলেন, ২০২১ বিধানসভা নির্বাচনেও ওরা (বাম-কংগ্রেস) জোট করেছিল। একটা আসনও পায়নি। তখন ওদের ভোট বিজেপিতে গিয়েছে। এবার বিজেপি ওদের ভোট দিয়েছে। দেওয়া-নেওয়া সম্পর্ক। এরপরই চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল সভানেত্রী বলেন “তৃণমূলের ওড়ানোর স্বপ্ন দেখতে হলে চোখে সর্ষে ফুল দেখতে হবে। ওদের রাজনৈতিক নাট্য খতম করব। এটা আমার চ্যালেঞ্জ।”

এরপরেই মমতা বলেন, “তৃণমূল কারও সঙ্গে জোট করবে না। আমরা মানুষের সমর্থন নিয়ে লড়ব। তৃণমূলকে পারলে ছুঁয়ে দেখাক।” সর্বভারতীয় ক্ষেত্রেও কংগ্রেস বিজেপিকে মোকাবিলা করতে পারবে না বলে মন্তব্য করেন মমতা। তাঁর কথায়, সাগরদিঘিতে বিজেপি-কংগ্রেস গোপন জোট হয়েছে। এক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা নেই কংগ্রেসের। গেরুয়া শিবিরের বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারে তৃণমূল।

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...