Friday, November 14, 2025

সাগরদিঘিতে অশুভ জোট, বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়বে কংগ্রেস?: প্রশ্ন তুলে তুলোধনা মমতার

Date:

সাগরদিঘির উপনির্বাচনে প্রায় ২৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছে কংগ্রেস। তারপরেই বৃহস্পতিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘রামধনু জোট’ নিয়ে তুলোধনা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাঘরদিঘির ভোটের ফল নিয়ে বাম-কংগ্রেস-বিজেপি (Left-Congress-BJP)-র অশুভ আঁতাঁত নিয়ে তোপ দাগেন মমতা। বলেন, “সাগরদিঘিতে আমরা হেরেছি। কাউকে দোষারোপ করতে চাই না। কিন্তু একটি অনৈতিক জোট হয়েছে। এটাকে তীব্র ভাষায় নিন্দা করছি। বিজেপির ভোট এবার কংগ্রেসে গিয়েছে। সিপিএম-কংগ্রেস এক হয়ে গেছে। এখন বিজেপর ভোটও ওরা পাচ্ছে।”

কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। বলেন, “আমি অধীর চৌধুরীর বক্তব্য দেখেছি। তিনি বলেছেন বাম, বিজেপি সাহায্য করেছে। আমি এবার তাঁকে ধন্যবাদ জানাতে চাই, সত্যি কথা বলার জন্য। এটা আমরা সবসময় বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য বিজেপির সাহায্য নিয়েছে। প্রত্যেকে ধর্মীয় মেরুকরণ করেছে। বিজেপি সবসময় এটা করে। সিপিএম কংগ্রেস এখন এটা করছে। কিন্তু এটা একটা শিক্ষা হল আমাদের। আমরা কংগ্রেস এবং সিপিএম-র থেকে কথা শুনব না। কারণ যারা বিজেপির সঙ্গে থাকে, আমরা তাঁদের সঙ্গে থাকতে পারে না।”

মমতা বলেন, ২০২১ বিধানসভা নির্বাচনেও ওরা (বাম-কংগ্রেস) জোট করেছিল। একটা আসনও পায়নি। তখন ওদের ভোট বিজেপিতে গিয়েছে। এবার বিজেপি ওদের ভোট দিয়েছে। দেওয়া-নেওয়া সম্পর্ক। এরপরই চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল সভানেত্রী বলেন “তৃণমূলের ওড়ানোর স্বপ্ন দেখতে হলে চোখে সর্ষে ফুল দেখতে হবে। ওদের রাজনৈতিক নাট্য খতম করব। এটা আমার চ্যালেঞ্জ।”

এরপরেই মমতা বলেন, “তৃণমূল কারও সঙ্গে জোট করবে না। আমরা মানুষের সমর্থন নিয়ে লড়ব। তৃণমূলকে পারলে ছুঁয়ে দেখাক।” সর্বভারতীয় ক্ষেত্রেও কংগ্রেস বিজেপিকে মোকাবিলা করতে পারবে না বলে মন্তব্য করেন মমতা। তাঁর কথায়, সাগরদিঘিতে বিজেপি-কংগ্রেস গোপন জোট হয়েছে। এক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা নেই কংগ্রেসের। গেরুয়া শিবিরের বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারে তৃণমূল।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version