Thursday, August 21, 2025

২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে উত্তর-পূর্বের নির্বাচনের দিকে নজর ছিল সকলের। তবে বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হওয়ার পরই দেখা গেল নির্বাচনে জয়জয়কার আঞ্চলিক দলগুলির। এদিন ফলাফল গণনার পর থেকেই পরিষ্কার হয়ে যায় ট্রেন্ড (Trend)। গণনার সময় যত গড়ায় ততই প্রকট হয় এনডিপিপির (Nationalist Democratic Progressive Party) ভাগ্য। যদিও এনডিপিপির হাত ধরে বৈতরণী পারের চেষ্টা গেরুয়া শিবিরের। কিন্তু এদিনের ফলাফল দেখে বিরোধীদের মন্তব্য, মান রক্ষা হলেও মুখ রক্ষা কী হল বিজেপির (BJP)? এমন প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। এদিন নাগাল্যান্ডে ২৫টি আসন নিজেদের দখলে রেখেছে এনডিপিপি। অন্যদিকে বিজেপির হাতে গিয়েছে মাত্র ১২ আসন। বিরোধীদের মতে, শুধুমাত্র এনডিপিপির সঙ্গে ‘গোটবন্ধন’ করেই উত্তর পূর্বের কিছু আসন নিজেদের দখলে রাখে বিজেপি। তবে গতবারের তুলনায় এবছর বিজেপির আসন সংখ্যা কমায় বেশ বেকায়দায় গেরুয়া শিবির।

এদিন ফলাফল ঘোষণার পরই নাগাল্যান্ডবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, এনডিপিপি এবং বিজেপি জোটকে রাজ্যের সেবা করার জন্য আরেকটি জনাদেশ দিয়ে আশীর্বাদ করার জন্য আমি নাগাল্যান্ডের জনগণকে ধন্যবাদ জানাই। ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নতির জন্য কাজ করে যাবে। আমি আমাদের দলীয় কর্মীদের তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। তাঁরা এই ফলাফল নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ডে এককভাবে ২৫টি আসন পেয়েছে এনডিপিপি অর্থাৎ ৩২.২৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ১২টি আসন, ১৮.৮৩ শতাংশ ভোট। অন্যদিকে, এনসিপি পেয়েছে ৭টি আসন, এনপিএফ পেয়েছে ২টি আসন, অন্যান্য ১৪। তবে কংগ্রেস নাগাল্যান্ডে খাতাই খুলতে পারেনি।

 

উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই নাগাল্যান্ডে সক্রিয় বিজেপি-এডিপিপি জোট। গতবার এই জোট পেয়েছিল ৩০টি আসন। এনপিএফ পেয়েছিল ২৬টি আসন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নেইফিউ রিও (Neiphiu Rio)।

 

 

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version