Saturday, August 23, 2025

বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিরা, ভারতকে পৌঁছাতে জিততেই হবে চতুর্থ টেস্ট

Date:

Share post:

শুক্রবার বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্ট ম‍্যাচে জয়ের মুখ দেখে অস্ট্রেলিয়া। এদিন ভারতের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পায় স্টিভ স্মিথের দল। আর এই জয়ের ফলে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিল অস্ট্রেলিয়া। বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম দল হিসাবে নিশ্চিত ভাবে মাঠে নামবেন অজিরা। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় ম‍্যাচ হেরে বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের কাজ কঠিন করে ফেলল রোহিত শর্মার দল। এখনও বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত নয় ভারতীয় দলের কাছে। বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে তার জন্য চতুর্থ টেস্ট খুব গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার। সেই ম‍্যাচ জিততেই হবে ভারতীয় দলকে।

বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪৮। পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১৭ ম্যাচে ১২৩। পয়েন্টের শতাংশ ৬৪.০৬।  শ্রীলঙ্কার ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৬৪। কিন্তু পয়েন্টের শতাংশ ৫৩.৩৩। ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ২-২ ড্র করে, অন্যদিকে শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে তাদের দেশে ২-০ ব্যবধানে হারায় তা হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবে তারা। তাই বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে জিততেই হবে রোহিতদের। যদি আমেহদাবাদে চতুর্থ টেস্টে ভারত জেতে তা হলেই বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে রোহিত শর্মারা। তখন আর অন্য কারও দিকে তাকাতে হবে না তাঁদের।

এদিকে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখনই পৌঁছাতে না পারা নিয়ে ভাবতে চান না রোহিত। এই নিয়ে তিনি বলেন, “এখনও ফাইনাল নিয়ে কিছু ভাবিনি। আমেহদাবাদে গিয়ে আমরা আলোচনায় বসব। কোথায় ভুল হয়েছে সেটা খতিয়ে দেখব। তারপর ভুল শুধরে নামতে হবে। প্রথম দুই টেস্টে যেভাবে খেলেছিলাম, সেভাবেই খেলতে হবে পরের টেস্ট। তারপরে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবব।”

আরও পড়ুন:ম‍্যাচ হারের কারণ হিসাবে ব‍্যাটিং লাইনকেই কাঠগড়ায় তুললেন রোহিত

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...