Monday, November 10, 2025

বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিরা, ভারতকে পৌঁছাতে জিততেই হবে চতুর্থ টেস্ট

Date:

শুক্রবার বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্ট ম‍্যাচে জয়ের মুখ দেখে অস্ট্রেলিয়া। এদিন ভারতের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পায় স্টিভ স্মিথের দল। আর এই জয়ের ফলে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিল অস্ট্রেলিয়া। বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম দল হিসাবে নিশ্চিত ভাবে মাঠে নামবেন অজিরা। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় ম‍্যাচ হেরে বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের কাজ কঠিন করে ফেলল রোহিত শর্মার দল। এখনও বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত নয় ভারতীয় দলের কাছে। বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে তার জন্য চতুর্থ টেস্ট খুব গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার। সেই ম‍্যাচ জিততেই হবে ভারতীয় দলকে।

বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪৮। পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১৭ ম্যাচে ১২৩। পয়েন্টের শতাংশ ৬৪.০৬।  শ্রীলঙ্কার ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৬৪। কিন্তু পয়েন্টের শতাংশ ৫৩.৩৩। ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ২-২ ড্র করে, অন্যদিকে শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে তাদের দেশে ২-০ ব্যবধানে হারায় তা হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবে তারা। তাই বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে জিততেই হবে রোহিতদের। যদি আমেহদাবাদে চতুর্থ টেস্টে ভারত জেতে তা হলেই বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে রোহিত শর্মারা। তখন আর অন্য কারও দিকে তাকাতে হবে না তাঁদের।

এদিকে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখনই পৌঁছাতে না পারা নিয়ে ভাবতে চান না রোহিত। এই নিয়ে তিনি বলেন, “এখনও ফাইনাল নিয়ে কিছু ভাবিনি। আমেহদাবাদে গিয়ে আমরা আলোচনায় বসব। কোথায় ভুল হয়েছে সেটা খতিয়ে দেখব। তারপর ভুল শুধরে নামতে হবে। প্রথম দুই টেস্টে যেভাবে খেলেছিলাম, সেভাবেই খেলতে হবে পরের টেস্ট। তারপরে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবব।”

আরও পড়ুন:ম‍্যাচ হারের কারণ হিসাবে ব‍্যাটিং লাইনকেই কাঠগড়ায় তুললেন রোহিত

 

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version