Tuesday, August 26, 2025

কলম্বিয়ার ড্রাগ সাম্রাজ্যের রাজা ছিলেন। নাম পাবলো এস্কোবার (Pablo Escobar)। শুধু ড্রাগ নয়, বিভিন্ন ক্ষেত্রেই উঠে আসত তাঁর নাম। ব্যক্তিগত উদ্যোগে তিনি গড়ে তুলেছিলেন একটি চিড়িয়াখানা (Zoo)। ১৯৯৩ সালে আমেরিকা (America) এবং কলম্বিয়া (Colombia) সেনার যৌথবাহিনীর হানায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর চিড়িয়াখানার সব পশুকে প্রশাসন সরিয়ে নিয়ে গেলেও রয়ে গিয়েছিল চারটি জলহস্তী (Hippopotamus)। সংখ্যায় বেড়ে সেগুলির সংখ্যা এখন প্রায় ৭৫। তাদের মধ্যে থেকেই বেশ কিছু জলহস্তীকে ভারত (India) ও মেক্সিকোতে (Mexico) আনার পরিকল্পনা করা হচ্ছে।

আফ্রিকা (Africa) থেকে চারটি জলহস্তী কলম্বিয়ায় নিয়ে এসেছিলেন এস্কোবার। তাঁর মৃত্যুর পর সেগুলো রয়ে গিয়েছিল নাপোলসের (Napolos) খামারেই। সংখ্যায় সেগুলি শুধু ৭৫ই নয়, কোনো কোনোটির ওজন প্রায় ৩ টন। কলম্বিয়ার প্রধান নদী ম্যাগডেলেনার (Magdelena) প্রায় ২০০ কিলোমিটার অববাহিকা জুড়ে তাদের দাপট চলছে। প্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, কলম্বিয়ার প্রধান নদী ম্যাগডেলেনার প্রায় ২০০ কিলোমিটার অববাহিকা জুড়ে তাদের দাপট চলছে। তাঁরা জানিয়েছেন, জলহস্তীদের সংখ্যা আগামী ৮ বছরে ৪০০ ছুঁয়ে ফেলতে পারে।

এদিকে জলহস্তীদের সংখ্যাবৃদ্ধিই কলম্বিয়ার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। পরিবেশবিদদের মতে, স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে দেবে এই বিষয়টি। সূত্রের খবর ইতিমধ্যেই তাদের হামলায় গবাদি পশু থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের আহত হওয়ার খবর মিলেছে। সেই কারণেই কলম্বিয়ার বন ও পরিবেশ মন্ত্রক গুজরাটে (Gujrat) ৬০টি ও মেক্সিকোয় ১০টি জলহস্তী পাঠানোর পরিকল্পনা নিয়েছে।

 

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version