দোলযাত্রা ও হোলিতে কমছে মেট্রো!

৭ মার্চ মঙ্গলবার দোলযাত্রা ও ৮ মার্চ বুধবার হোলি উপলক্ষ্যে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের (Metro Rail) সময় সূচিতে পরিবর্তন। শুক্রবার মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পরিবর্তিত সূচি ঘোষণা করা হয়েছে।

*মঙ্গলবার দোলযাত্রার দিন নর্থ-সাউথ সেকশনে ২৮৮ টি ট্রেনের পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬০টি ট্রেন চলবে*। ওইদিন *দুপুর আড়াইটে থেকে পরিষেবা মিলবে। শেষ ট্রেনের সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি*।

বুধবার হোলির দিন চলবে মোট ১৮৮ টি ট্রেন। ওইদিন প্রথম ও শেষ ট্রেনের সূচিতে কোনও পরিবর্তন হয়নি

একই ভাবে মঙ্গলবার ইস্ট-ওয়েস্ট সেকশনে ১০৬টি ট্রেনের পরিবর্তে চলবে মাত্র ২২টি ট্রেন। দুপুর তিনটে থেকে আধ ঘণ্টা অন্তর পরিষেবা মিলবে
বুধবার হোলির দিন ১০৬টি ট্রেনের পরিবর্তে চলবে ৯০টি ট্রেন

তবে প্রথম ও শেষ ট্রেনের সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। এছাড়া জোকা-তারাতলা রুটে মঙ্গলবার কোনও ট্রেন চলবে না। তবে বুধবার অন্যান্য দিনের মতোই পরিষেবা মিলবে।

আরও পড়ুন- অটোতে যৌ*ন হে*নস্থার শি*কার মহিলা সাংবাদিক !

 

Previous articleভারতে জলহস্তীর দল পাঠানোর পরিকল্পনা কলম্বিয়ার
Next articleবিশ্বভারতীর পরে যাদবপুর: দোল নিয়ে জারি নির্দেশিকা!