Friday, December 26, 2025

স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে আরও পোশাক ও উর্দির দায়িত্ব

Date:

Share post:

স্কুল পোশাকের পাশাপাশি রাজ্য সরকারের আরও ৪টি দফতরের কর্মী ও স্বেচ্ছাসেবকদের পোশাক ও উর্দি (Dress-Uniform) তৈরির বরাতও এবার স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দফতরের অধীন আশাকর্মী, নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী, বিপর্যয় মোকাবিলা বিভাগের স্বেচ্ছাসেবি বাহিনী -NDF এবং স্বরাষ্ট্র দফতরের সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ডদের পোশাক এবার থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তৈরি করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ৮০ হাজার স্বনির্ভর গোষ্ঠীর ৮ লক্ষ মহিলাকে এই কাজে ব্যবহার করা হবে।

গতবছর থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে স্কুল পড়ুয়াদের পোশাক তৈরি শুরু করার পর ৫৩ হাজার স্বনির্ভর গোষ্ঠীর পাঁচ লক্ষ মহিলাকে ওই কাজে ব্যবহার করা হয়েছিল। এবার অন্যন্য দফতরের পোশাক এর সঙ্গে যুক্ত হওয়ার কারণে আরও তিন লক্ষ্য স্বনির্ভর গোষ্ঠী সদস্যকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, নতুন শিক্ষা বর্ষের স্কুল পড়ুয়াদের পোশাক তৈরির প্রক্রিয়া শুরু করতে স্কুল শিক্ষা দফতর নির্দেশ দিয়েছে। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরির জন্য মাপ নেওয়ার কাজ শুরু করতে স্কুলের প্রধান শিক্ষক এবং টিচার ইনচার্জেদের বলা হয়েছে। ২৭ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই পঞ্চম থেকে দশম শ্রেণীর সামগ্রিক মূল্যায়ন পরীক্ষা শুরু হবে। সেই সময় যেহেতু সব পড়ুয়ারাই স্কুলে আসবে, তখন স্বনির্ভর গোষ্ঠীর লোকেরা স্কুলে এসে পড়ুয়াদের পোশাকের মাপ নিয়ে যাবে।

আরও পড়ুন- খারিজ জামিনের আবেদন, আরও ২ দিন CBI হেফাজতে সিসোদিয়া

 

spot_img

Related articles

কমিশনের শুনানি শনি থেকে: শুধু আধারকে নথি মানছে না EC

সুপ্রিম কোর্টের চাপে আধারকার্ডকে দলের অতিরিক্ত খেলোয়াড়ের মতো দলের তালিকায় নাম রেখেছে নির্বাচন কমিশন। তবে সেই অতিরিক্ত খেলোয়াড়কে...

লগ্নজিতার পরে এবার অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার গায়িকা মধুবন্তী!

লগ্নজিতার হেনস্থার রেশ কাটতে না কাটতেই ফের হেনস্থার শিকার মধুবন্তী। সোশ্যাল মিডিয়ায় তিক্ত অভিজ্ঞতার জানিয়েছেন জনপ্রিয় গায়িকা মধুবন্তী...

মানবে না হার, তৃণমূল আবার: ছাব্বিশের স্লোগান বেঁধে দিলেন অভিষেক

“মানবে না হার, তৃণমূল আবার। বাঁচতে চাই, বিজেপি বাই।“ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন স্লোগান বেঁধে দিলেন তৃণমূলের...

ফেডারেশনের প্রস্তাবে আপত্তি নেই ক্লাব জোটের, আইসএল নিয়ে কাটছে জট

আইএসএল(ISL) নিয়ে জট কাটছে।  বছর শেষে  অনিশ্চয়তার মেঘ কিছুটা হলেও কাটছে। শুক্রবার ক্লাব জোটের সঙ্গে ফেডারেশনের মেগা মিটিং...