Saturday, August 23, 2025

‘আমার দীর্ঘ কেরিয়ারে এরকম কখনও দেখিনি’, কেরালা দল তুলে নেওয়ায় মন্তব্য সুনীলের

Date:

Share post:

গতকাল আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচে হয় বিত*র্ক। খেলতে নেমে দল তুলে নেয় কেরালা ব্লাস্টার্স। আইএসএল-এর ইতিহাসে যা প্রথম। অতিরিক্ত সময়ের খেলা চলার সময় দল তুলে নেয় কেরালা। অভিযোগ, রেফারি বাঁশি বাজানোর আগেই ফ্রিকিক থেকে শট নেন বিএফসির ফুটবলার সুনীল ছেত্রী। সেই গোলে বেঙ্গালুরু এফসি এগিয়ে যেতেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন কেরালার ক্ষুব্ধ ফুটবলাররা। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় কান্তিরাভা স্টেডিয়ামে। আর এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং সুনীল ছেত্রী। বললেন, আমার দীর্ঘ কেরিয়ারে এরকম কখনও দেখিনি।

ম‍্যাচের পর সম্প্রচারকারী চ‍্যানেলে এই নিয়ে সুনীল বলেন,” ফ্রিকিক নেওয়ার আগে সর্বদা রেফারিকে জিজ্ঞাসা করি। কারণ রেফারির অনুমতি ছাড়া তো ফ্রিকিক নেওয়া যায় না। এদিন অম্ল-মধুর অভিজ্ঞতা হল। কারণ ম্যাচ পুরো হবে কিনা, তা নিয়ে আমাদের মধ্যে সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত আমরা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছলাম, এটা ভেবে ভালো লাগছে। মুম্বইয়ের বিরুদ্ধে নামার জন্য অপেক্ষার তর সইছে না।”

ঘটনার সূত্রপাত, বিএফসি বনাম কেরালা ম‍্যাচ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ৯৭ মিনিটে মাঝমাঠে বেঙ্গালুরু ফ্রি-কিক পেলে, সুনীল ছেত্রী সেই ফ্রি-কিক দ্রুত মেরে গোলে পাঠিয়ে দেন। রেফারি তাতে গোলও দিয়ে দেন। কেরালার ফুটবলারদের অভিযোগ করেন, রেফারি বাঁশি বাজানোর আগেই সুনীল শট নিয়েছেন। তাঁরা প্রস্তুত ছিলেন না। তাই গোল বাতিল করতে হবে। যদিও তাঁদের আবেদনে কর্ণপাত করেননি রেফারি। এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেননি কেরালার কোচ-খেলোয়াড়েরা। এরপরেই মাঠ ভর্তি দর্শক এবং সকলকে চমকে দিয়ে হঠাৎই দল তুলে নেয় কেরালা ব্লাস্টার্স।

আরও পড়ুন:সন্তোষ ট্রফিতে ব‍্যর্থ বাংলা, তিন সদস্যের কমিটি গঠন আইএফএ-এর


 

spot_img

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...