Friday, November 14, 2025

‘শিক্ষক’ ইউটিউব: বাড়িতেই তৈরি জালনোট, ‘শিল্পকলায়’ তাজ্জব পুলিশ

Date:

বাড়িতে বসেই ‘শিল্পকলা’। শিক্ষাগুরু ইউটিউব(Youtube)। বিশ্বের বহুল জনপ্রিয় এই প্ল্যার্টফর্মকে হাতিয়ার করে বাড়িতেই জালনোট ছাপিয়ে ফেলল যুবক। যদিও ঘরে বসে এই জালনোট(Fake Note) ছাপানোর জেরে আপাতত ‘শ্রীঘরে’ ঠাঁই হয়েছে মহারাষ্ট্রের(Maharastra) ওই যুবকের। তবে এই ঘটনা যে রীতিমত উদ্বেগজনক তা বলার অপেক্ষা রাখে না। যুবকের এমন কীর্তিতে তাজ্জব পুলিশও(Police)।

জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের (Maharashtra) জলগাঁওয়ের কুসুম্বা গ্রামের এক যুবকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় একের পর এক জাল নোট। একেবারে আসল নোটের মতো এই জালনোট দেখে রীতিমত তাজ্জব হয়ে যায় পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ইউটিউব দেখেই নাকি নকল নোট তৈরির পদ্ধতি শিখেছিলেন অভিযুক্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, ৫০ হাজার টাকার বিনিময়ে দেড় লক্ষ টাকা নকল ভারতীয় নোট ছাপিয়ে দিয়েছিলেন অভিযুক্ত। তিনি নিজেই জানিয়েছেন, ইউটিউবে ভিডিও দেখে নকল নোট ছাপানোর পদ্ধতি শিখেছিলেন তিনি। পুলিশ আরও জানতে পারে, ওই যুবক একা নয়, এই কাজে তাঁকে আরও কয়েকজন সাহায্য করত। শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করা হলে ৯ মার্চ পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

উল্লেখ্য, দেশে বর্তমানে ইউটিউবের জনপ্রিয়তা প্রশ্নাতীত। রান্না থেকে কোডিং সবই শেখা যায় এই প্ল্যাটফর্ম থেকে। বহু মানুষ এই মুহূর্তে ইউটিউবকে উপার্জনের দিক হিসেবে বেছে নিয়েছে। তবে আশীর্বাদের পাশাপাশি এর অভিশাপের যে দিক উঠে এলো তা নিশ্চিতভাবে চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version