Friday, January 2, 2026

কৃষকদের স্বার্থে বড় পদক্ষেপ রাজ্যের, কৃষিজাত পণ্যে আয়কর দিতে হবে না আরও দু’বছর

Date:

Share post:

কৃষকদের স্বার্থে বড় পদক্ষেপ রাজ্যের। আগামী আরও দু’বছর কোনও কৃষিজাত পণ্যে আয়কর দিতে হবে না কৃষকদের। সোমবার বিধানসভায় একথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya)। পাশাপাশি, আগামী দু’টি অর্থবর্ষের জন্য কাঁচা চা পাতার উপরে বসা দু’ধরনের সেস প্রত্যাহারের কথাও জানিয়েছে রাজ্য। এদিন বিধানসভায় অর্থবিল পেশ করে চন্দ্রিমা বলেন কৃষি আয়করে চলতি ছাড়ের মেয়াদ ৩১ মার্চ শেষ হচ্ছে। বাজেটের ঘোষণা মত ওই ছাড়ের মেয়াদ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত মকুব করা হচ্ছে। তিনি বলেন সরকার কৃষক দের প্রতি সহানুভূতিশীল।মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কৃষকদের দন্য আন্দোলন করে ক্ষমতায় এসেছেন।

এর পাশাপাশি অর্থমন্ত্রী জানান বিক্রয়করদাতা দের সুবিধা দিতে সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্ত বকেয়া কর সংক্রান্ত সমস্যা সমাধানে একটি বিস্তারিত এবং সুবিধাজনক প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া কর এবং সেই বাবদ সুদ ও জরিমানা মকুবের জন্য করদাতাদের চলতি বছরের ৩১ মের মধ্যে আবেদন করতে হবে।

তিনি জানান এ পর্যন্ত ২৮ হাজার ৬৯৭ টি মামলার নিষ্পত্তি করে ৫৯৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এরকম আরও ২৫ হাজার কেস ঝুলে রয়েছে। সেগুলিও নিষ্পত্তি করতে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে।
গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট বক্তৃতায় চন্দ্রিমা জানিয়েছিলেন, নতুন কর না চাপিয়ে কৃষিতে আয়কর ছাড় বজায় রাখা এবং আগামী দু’টি অর্থবর্ষের জন্য কাঁচা চা পাতার উপরে বসা দু’ধরনের সেস (গ্রামীণ কর্মসংস্থান ও শিক্ষা) প্রত্যাহার করা হচ্ছে।

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে: পর্যটনে সেরার শিরোপা নিয়ে টুইট তৃণমূলের

spot_img

Related articles

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...