Monday, August 25, 2025

কৃষকদের স্বার্থে বড় পদক্ষেপ রাজ্যের, কৃষিজাত পণ্যে আয়কর দিতে হবে না আরও দু’বছর

Date:

কৃষকদের স্বার্থে বড় পদক্ষেপ রাজ্যের। আগামী আরও দু’বছর কোনও কৃষিজাত পণ্যে আয়কর দিতে হবে না কৃষকদের। সোমবার বিধানসভায় একথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya)। পাশাপাশি, আগামী দু’টি অর্থবর্ষের জন্য কাঁচা চা পাতার উপরে বসা দু’ধরনের সেস প্রত্যাহারের কথাও জানিয়েছে রাজ্য। এদিন বিধানসভায় অর্থবিল পেশ করে চন্দ্রিমা বলেন কৃষি আয়করে চলতি ছাড়ের মেয়াদ ৩১ মার্চ শেষ হচ্ছে। বাজেটের ঘোষণা মত ওই ছাড়ের মেয়াদ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত মকুব করা হচ্ছে। তিনি বলেন সরকার কৃষক দের প্রতি সহানুভূতিশীল।মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কৃষকদের দন্য আন্দোলন করে ক্ষমতায় এসেছেন।

এর পাশাপাশি অর্থমন্ত্রী জানান বিক্রয়করদাতা দের সুবিধা দিতে সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্ত বকেয়া কর সংক্রান্ত সমস্যা সমাধানে একটি বিস্তারিত এবং সুবিধাজনক প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া কর এবং সেই বাবদ সুদ ও জরিমানা মকুবের জন্য করদাতাদের চলতি বছরের ৩১ মের মধ্যে আবেদন করতে হবে।

তিনি জানান এ পর্যন্ত ২৮ হাজার ৬৯৭ টি মামলার নিষ্পত্তি করে ৫৯৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এরকম আরও ২৫ হাজার কেস ঝুলে রয়েছে। সেগুলিও নিষ্পত্তি করতে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে।
গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট বক্তৃতায় চন্দ্রিমা জানিয়েছিলেন, নতুন কর না চাপিয়ে কৃষিতে আয়কর ছাড় বজায় রাখা এবং আগামী দু’টি অর্থবর্ষের জন্য কাঁচা চা পাতার উপরে বসা দু’ধরনের সেস (গ্রামীণ কর্মসংস্থান ও শিক্ষা) প্রত্যাহার করা হচ্ছে।

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে: পর্যটনে সেরার শিরোপা নিয়ে টুইট তৃণমূলের

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version