স্পিকারের বিরুদ্ধে বিজেপির অনাস্থা-তৃণমূলের আস্থা প্রস্তাব নিয়ে সরগরম হতে চলেছে বিধানসভা

কমপক্ষে ৩০ জন বিধায়ক সমর্থন জানালে প্রস্তাবের উপর আলোচনা হবে। সেই বিধায়ক সংখ্যা হাতে আছে বিজেপির। পাল্টা তৃণমূলের প্রস্তাবও জমা পড়েছে বিধানসভায়

আজ, সোমবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিজেপি। কমপক্ষে ৩০ জন বিধায়ক সমর্থন জানালে প্রস্তাবের উপর আলোচনা হবে। সেই বিধায়ক সংখ্যা হাতে আছে বিজেপির। পাল্টা তৃণমূলের প্রস্তাবও জমা পড়েছে বিধানসভায়। স্পিকারের প্রতি আস্থা দেখিয়ে প্রস্তাব জমা দিয়েছে শাসকদল।

আরও পড়ুন:মডেল সাগরদিঘি, পঞ্চায়েতেও অশুভ আঁতাতে জোট বাঁধছে বাম-রাম-কং

তৃণমূলের তরফে পক্ষ পাল্টা প্রস্তাবে লেখা হয়েছে, বিধানসভার স্পিকারের প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। স্পিকারের কাজকর্ম নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই। এই প্রস্তাবটিও সোমবার বিধানসভার মেনশন পর্বে উঠবে।

ফলে একদিকে বিজেপি’র আনা অনাস্থা প্রস্তাব বিধানসভায় উঠবে ঠিক তখনই তৃণমূলের আস্থা প্রস্তাব উল্লেখ হবে বিধানসভায়। ৩০ জন বিধায়কের সমর্থন পেলে যেমন অনাস্থা প্রতাব নিয়ে আলোচনা হবে, ঠিক তেমনই সমর্থন পেলে তৃণমূলের আনা আস্থা প্রস্তাব নিয়েও আলোচনা হবে। ফলে একদিকে আস্থা প্রস্তাব অন্যদিকে অনাস্থা প্রস্তাব নিয়ে এদিন বিধানসভা সরগরম হওয়ার সম্ভাবনা রয়েছে।


 

 

Previous articleমডেল সাগরদিঘি, পঞ্চায়েতেও অশুভ আঁতাতে জোট বাঁধছে বাম-রাম-কং
Next articleআহত বিগ বি! লিখলেন,’প্রচন্ড বুকে ব্যাথা হচ্ছে’