Friday, November 14, 2025

ওরা ‘হায় হায়’ বলেছে, মানুষ ওদের ‘বাই বাই’ বলে দেবে: স্পিকারের প্রশংসায় পঞ্চমুখ মমতা

Date:

সোমবার বিধানসভা অধিবেশনে(assembly session) স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা। এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এই ঘটনায় বিরোধীদের কার্যত তুলোধোনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Banerjee) প্রশংসা করার পাশাপাশি অনাস্থা আনার জন্য তিনি তোপ দাগলেন বিরোধীদের।

সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্পিকারের প্রতিও ওদের আস্থা নেই? যে অধ্যক্ষ সেদিন ওদের অত কথা বলার পরেও শুধুমাত্র আমার একটা কথাতে ওদের ক্ষমা করে দিলেন তাঁর প্রতিও অনাস্থা প্রস্তাব আনছে? ঈশ্বর ওদের ক্ষমা করে দিন।” পাশাপাশি স্পিকারের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা কতটুকু চেনেন বিমানদাকে। উনি আইনি ক্ষেত্রের একজন অত্যন্ত দক্ষ মানুষ। উনি যদি ওকালতি করতেন তাহলে আজ অনেক দূর পৌঁছতে পারতেন। ওরা স্পিকার কে হায় হায় বলেছে মানুষ ওদের বাই বাই বলে দেবে। আমি ফিরহাদদের ধন্যবাদ জানাচ্ছি এই প্রস্তাব আনার জন্য।”

উল্লেখ্য, সোমবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি সদস্যরা। তবে বিজেপির পাল্টা ফিরহাদ হাকিম সহ সরকার পক্ষের অন্যান্য বিধায়করা আস্থা প্রস্তাব জমা দেন। অধ্যক্ষের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করা হয়েছে শাসক দলের প্রস্তাবে। দুটি প্রস্তাবের বক্তব্য পরস্পরের সম্পূর্ন বিপরীত তাই আপাতত দুটি প্রস্তাব নিয়েই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। প্রস্তাব দুটি ভালোভাবে বিবেচনার পরই তিনি এব্যাপারে নিজের সিদ্ধান্ত জানাবেন বলে অধ্যক্ষ ঘোষণা করেছেন। এরপরেই বিরোধীদের এখানে আচরণের জন্য কড়া ভাষায় তার নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version