বিরাট-রোহিতদের খেলা দেখতে চতুর্থ টেস্টের প্রথম দিন মাঠে প্রধানমন্ত্রী : সূত্র

আর সূত্রের খবর এই টেস্টের প্রথম দিন ম‍্যাচ দেখতে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস

৯ মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসতে চলেছে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ এবং শেষ ম‍্যাচ। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচে খেলতে হলে এই ম‍্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। আর সূত্রের খবর এই টেস্টের প্রথম দিন ম‍্যাচ দেখতে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস।

বৃহস্পতিবার কখন খেলা দেখতে যাবেন বা কতক্ষণ তাঁরা খেলা দেখবেন, সে ব্যাপারে এখনও বিস্তারিত জানানো হয়নি প্রধানমন্ত্রীর দফতর থেকে। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডকে শুধু জানানো হয়েছে, খেলা দেখতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানেস। সেই মতো সব রকম ব্যবস্থা করতে। তাঁদের উপস্থিতির জন্য ভারত-পাকিস্তান চতুর্থ টেস্টের প্রথম দিনের নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হচ্ছে। কঠোর নিরাপত্তার আয়োজন করা হচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

আগামী ৮ মার্চ চারদিনের ভারত সফরে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ভারতে বেশ কিছু কর্মসূচি রয়েছে আলবানেসের।

আরও পড়ুন:চেন্নাইয়ের অনুশীলনে ব‍্যাটে ঝড় তুললেন মাহি, ভিডিও প্রকাশ সিএসকে-র