Saturday, August 23, 2025

“দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন বসন্ত”, নারী দিবসে নয়া কর্মসূচি তৃণমূলের

Date:

বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে রাজ্যের নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, নারী উন্নয়নে ভুরি ভুরি পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। ফের সেই বিষয়টিকে জনমানসে বিশেষ করে মহিলাদের কাছে তুলে ধরতে তৎপর তৃণমূল কংগ্রেস

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটিকে সাংগঠনিক কাজে লাগাতে বিশেষ পদক্ষেপ নিল রাজ্যের শাসক দল তৃণমূল। মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরি করে নারী দিবসের দিনটিকেই বেছে নিল ঘাসফুল শিবির। ৮ মার্চ বাড়ি-বাড়ি পৌঁছে যাবে তৃণমূলের মহিলা প্রতিনিধিরা। বসন্ত ও দোল উৎসবকে কেন্দ্র করে
আবিরের সঙ্গে তাঁরা বাংলার মহিলাদের কাছে পৌঁছে দেবেন শুভেচ্ছাবার্তাও।

বাংলার বুকে সাংগঠনিকভাবে বিশাল শক্তিশালী তৃণমূল। বছর ভর কোনও না কোনও কর্মসূচি নিয়ে থাকে শাসক দল।চমকও থাকে সেই কর্মসূচির মধ্যে। যথার্থ অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মা-মাটি-মানুষের। বর্তমানে তৃণমূলের নতুন কর্মসূচি “দিদির সুরক্ষা কবচ” চলছে রাজ্যজুড়ে। তারই অংশ হিসেবে মহিলাদের কাছে বিশেষ বার্তা পাঠাবে তৃণমূল।

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ৩৬টি সাংগাঠনিক জেলার কমপক্ষে ১০ হাজার বাড়িতে পৌঁছে যাবে তৃণমূলের মহিলা প্রতিনিধিরা। এ রাজ্যের মহিলারা কতটা সুরক্ষিত, মূলত সেটাই তুলে ধরবেন তাঁরা। হোলির দিন আবির-সহ শুভেচ্ছাবার্তা দেওয়া হবে তৃণমূলের তরফে। শুভেচ্ছা বার্তায় লেখা হচ্ছে, “হোক আনন্দ অনন্ত, দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন বসন্ত।” এর পাশাপাশি ধর্মতলার অনুষ্ঠানও করবে রাজ্যের শাসকদল।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version