Monday, November 17, 2025

বিজেপির ‘অনাস্থা প্রস্তাবের’ ভবিষ্যৎ কী? সাফ জানালেন বিধানসভার অধ্যক্ষ

Date:

সোমবার থেকে বিধানসভায় (Assembly) শুরু হল বাজেট অধিবেশনের (Budget Session) দ্বিতীয় পর্ব। কিন্তু এদিন বিজেপির আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিধানসভায় কোনও আলোচনাই হল না। ওই প্রস্তাবের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত ‘আপাতত স্থগিত’ রাখা হচ্ছে বলে এদিন অধিবেশনের শুরুতেই স্পষ্ট জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তিনি জানান, এদিন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ অন্যান্য বিজেপি বিধায়করা যে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন তার পাল্টা প্রস্তাব জমা দিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ সরকার পক্ষের অন্যান্য বিধায়করা। যেখানে অধ্যক্ষের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করা হয়েছে। দুটি প্রস্তাবের বক্তব্য একেবারেই বিপরীত।  আর সেকারণেই আপাতত দুটি প্রস্তাব নিয়েই সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। প্রস্তাব দুটি ভালোভাবে বিবেচনার পরই তিনি এব্যাপারে নিজের সিদ্ধান্ত জানাবেন বলে অধ্যক্ষ ঘোষণা করেন।

তবে এদিন এমন ঘোষণার পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধ্যক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। কৌশলে তাঁদের আনা প্রস্তাব বাতিল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিধানসভার ভিতরেই বিরোধী দলনেতার নেতৃত্বে অন্যান্য বিজেপি বিধায়করা অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি সভা থেকে ওয়াক আউট করে।

উল্লেখ্য, ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে। সেখানে মোট ৬টি দফতরের বাজেট প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। এরমধ্যে রয়েছে, কৃষি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, ভূমি-ভূমি রাজস্ব, শিল্প, নগরোন্নয়ন, খাদ্য দফতর।

 

 

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version